![বিশ্বরেকর্ড গড়েও মন ভালো নেই ব্রিটজকের বিশ্বরেকর্ড গড়েও মন ভালো নেই ব্রিটজকের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/10-13-2502101540.jpg)
ওয়ানডে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলে ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন প্রোটিয়া ওপেনার
ওয়ানডে অভিষেকেই ১১ চার ও ৫ ছক্কায় ১৪৮ বলে ১৫০ রানের ইনিংস! ৬ উইকেটে দক্ষিন আফ্রিকার রান ৩০৪। উন্ডিজ গ্রেট ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে ম্যাথু ব্রিটজক নিশ্চই উড়ছিলেন। কিন্তু ২৬ বছর বয়সি প্রোটিয়া ওপেনারের কীর্তিময় দিনটা সুখকর হয়নি। সোমবার লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে তার দল হেরে গেছে ৬ উইকেটে।
কেন উইলিয়ামসনের (১১৩ বলে অপরাজিত ১৩৩) অনবদ্য এক সেঞ্চুরির সৌজন্যে টানা দুই জয়ে ফাইনালে উঠে গেছে কিউইরা। এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৩৩০ রান তুলে পাকিস্তানকে তারা হারিয়েছিল ৭৮ রানে।
‘আজকের দিনটা আমার জন্য সত্যিই মিশ্র অনুভুতির। অভিষেকে বিশ্বকরেকর্ড গড়া ইনিংসটি আমাকে যতটা আনন্দ দিয়েছে, দল হেরে যাওয়ায় ততটাই কষ্ট পেয়েছি।’ ম্যাচ শেষে বলছিলেন ব্রিটজক।
১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রান করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইন্স। এত দিন পর্যন্ত এটিই ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান ব্রিটজক। সব দেশ মিলিয়ে, ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ১৯তম।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ জিল্যান্ডের (৩০৮/৪) সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। ২০১৫ বিশ্বকাপের সেমি-ফাইনালে অকল্যান্ডে ২৯৮ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল আগের সর্বোচ্চ।
নিউ জিল্যান্ডের নায়ক উইলিয়ামসন। ১৪তম ওয়ানডে সেঞ্চুরিতে ১১৩ বলে অপরাজিত ১৩৩ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি। তার ইনিংসটি গড়া ১৩ চার ও ২ ছক্কায়।
চার মেরে ম্যাচের ইতি টেনে দেওয়ার পাশাপাশি ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এজন্য তার লাগল ১৫৯ ইনিংস। ১৫০ ইনিংসে রেকর্ডটি হাশিম আমলার।
বুধবার করাচিতে লিগ-পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিন আফ্রিকা। জয়ী দল শুক্রবার ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে।
উল্লেখ্য আগামি ১৯ ফেব্রুয়ার শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দীর্ঘ ২০ বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান।
মিরাজ/সাজিদ