![পাঁচে স্মিথ, শীর্ষে শচীন, মাঝে কারা? পাঁচে স্মিথ, শীর্ষে শচীন, মাঝে কারা?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/pabna-76-2502071542.jpg)
টেস্টে ৩৬তম সেঞ্চুরিতে গ্রেটদের পাশে অজি তারকা।
শ্রীলঙ্কা সফরে সাদা পোশাকে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। প্রথম টেস্টে ১৪১ রানের ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩৬তম শতক। তাতে তিনি লঙ্গার ভার্সনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সমন্বিতভাবে পাঁচে উঠে এসেছেন।
স্মিথ খেলছেন ১২০ রানে, ছক্কা একটি ও চার ৯টি। ক্যারিয়ারের ৩৬তম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাসের সর্বাধিক সেঞ্চুরির তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন সমান সেঞ্চুরি আছে জো রুট ও রাহুল দ্রাবিড়ের। ৫১ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকর। জ্যাক ক্যালিস, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি ৪৫, ৪১ ও ৩৮টি। এশিয়ায় স্মিথের এটি সপ্তম শতক, অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ।
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ক হিসেবে তারকা এই ব্যাটসম্যান ১৭তম সেঞ্চুরি করলেন। এই তালিকায় তার ওপরে আছেন কেবল তিনজন- দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৫), ভারতের ভিরাট কোহলি (২০) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৯)।
ক্যারিয়ার সেরা ইনিংসে ১৩৯ রান করে অপরাজিত আছেন ক্যারি। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি করা কিপার-ব্যাটসম্যানের ১৫৬ বলের ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৩ চারে।
গলে দ্বিতীয় টেস্টে আজ (শুক্রবার) শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৫৭ রানে থামিয়ে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ৩৩০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। লিড নিয়েছে ৭৩ রানের।
মিরাজ/তাবিব