ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতকে খেলতে হবে ‘পাকিস্তান’ লেখা জার্সি পড়ে!

প্রকাশিত: ১৯:৩৮, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৯, ২২ জানুয়ারি ২০২৫

ভারতকে খেলতে হবে ‘পাকিস্তান’ লেখা জার্সি পড়ে!

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আইসিসির নিয়ম-কানুন মেনে চলবে এবং নির্ধারিত ড্রেস কোড অনুসরণ করবে। দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোসহ আয়োজক দেশ পাকিস্তানের নাম দেখা যাবে বলে নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

সাইকিয়া পিটিআই-কে বলেছেন, “আমরা আইসিসির প্রতিটি নিয়ম মেনে চলব। লোগো এবং ড্রেস কোড নিয়ে যা নিয়ম রয়েছে, সেটি আমরা যথাযথভাবে অনুসরণ করব।”

জল্পনা ছিল যে বিসিসিআই পাকিস্তানের নাম জার্সিতে রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে আইসিসির গাইডলাইন অনুযায়ী, প্রতিটি টুর্নামেন্টে আয়োজক দেশের নাম লোগোতে থাকা বাধ্যতামূলক। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের খেলোয়াড়েরা ভারতের নামসহ জার্সি পরে খেলেছিলেন।

শিহাব

×