ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভাগ্যের ফেরে আবারও মুখোমুখি সাকিব-তামিম!

প্রকাশিত: ১৮:২২, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২৯, ২১ জানুয়ারি ২০২৫

ভাগ্যের ফেরে আবারও মুখোমুখি সাকিব-তামিম!

ছবি: সংগৃহীত

নশ্বর এই পৃথিবীতে সবকিছুই যেন ভীষণ রকম আপেক্ষিক। আজকের নায়ক কাল বনে যান খলনায়কে। সৌভাগ্য যার কাছে আছড়ে পড়তো একটা সময় সেই ভাগ্যই বানিয়ে দেয় ফেরার। একটা সময় হাজারো মানুষ শুধু তারই অপেক্ষায়। কিন্তু হায় আজ কেউ করে না তার ইন্তেজার। 

সাকিব আল হাসানের গল্পের এমন স্ক্রিপ্ট স্বয়ং বিধাতাই লিখতে পারেন। সাকিব কি আর কখনো ফিরবেন মাঠে? এমন প্রশ্ন যাদের তাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ। নিজের দেশের মাটিতে না হলেও সাকিবের দেখা মিলবে ভারতের মাটিতে। সেটাও কিনা তামিম ইকবালের বিপক্ষে। দ্য লেজেন্ড ৯০ লীগের প্রথম সংস্করণে খেলতে যাচ্ছেন বাংলার ক্রিকেট ইতিহাসের দুই লেজেন্ড সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

দুবাই জায়ান্টেসের হয়ে মাঠে নামবেন সাকিব আর বিগ বয়েজে খেলবেন তামিম ইকবাল। বিপিএল চলাকালেই তামিম নিয়েছেন ক্রিকেট থেকে অবসর। জানিয়েছিলেন, লেজেন্ড লীগে খেলার ইচ্ছার কথা। 

এবার নিজেই দিলেন ঘোষণা ইনস্টাগ্রামে লেজেন্ড ৯০ লীগের অফিশিয়াল পোস্টে তামিম নিশ্চিত করেছেন খবরটা। আসছে মাসে বয়েজের হয়ে মাঠে নামবেন বাংলার এই ক্রিকেটিং জায়ান্ট। তামিমের এমন ঘোষণার পরে চারিদিকে নতুন করে আলোচনা। সাকিব-তাতিমকে একসাথে মুখিয়ে সমর্থকরা।

শিহাব

×