ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

অক্টোবরেই বিসিবি সভাপতি হচ্ছে তামিম? যা জানালো আশরাফুল

প্রকাশিত: ২০:২৯, ২০ জানুয়ারি ২০২৫

অক্টোবরেই বিসিবি সভাপতি হচ্ছে তামিম? যা জানালো আশরাফুল

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মোহাম্মদ আশরাফুল বলেছেন, তামিম যদি এখন বোর্ড প্রেসিডেন্ট হয় তবে এটাই সঠিক সময়। কারণ তার অনেক অভিজ্ঞতা আছে, তামিমের বয়স কিন্ত একদম কম না৷ ১৭-১৮ বছর ধরে ক্রিকেট খেলছে সে, অভিজ্ঞতার কোন কমতি নেই। ৫০-৬০ বছর বয়স হলেই যে বোর্ড ভালো সামলাতে পারবে ব্যাপারটা এমন না। তাই তামিমের এখনই সঠিক সময়। 

কয়েকদিন আগে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বলেছিলেন, তামিম বাংলাদেশের একজন গ্রেটেস্ট ক্রিকেটার নিঃসন্দেহে। আমরা চাই বাংলাদেশের যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে, যারা বাংলাদেশের মানুষের কাছে আইডল, সেই মানুষগুলো ক্রিকেট বোর্ডে আসুক। এটা ক্রিকেটের জন্য ভালো হবে।  

তথ্য অনুযায়ী, অক্টোবরে বিসিবি নির্বাচন করবেন দেশ সেরা এই ওপেনার। সেখান থেকে হয়ে যেতে পারেন বিসিবি প্রেসিডেন্টও। 

 

সূত্রঃ https://youtu.be/9CV-gnfUeWs?si=VV7uIK03Lhzuvgwg

রিফাত

×