ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বিপিএলে লিটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, জাতীয় দলে ফেরার বার্তা?

প্রকাশিত: ২০:২৬, ১২ জানুয়ারি ২০২৫

বিপিএলে লিটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, জাতীয় দলে ফেরার বার্তা?

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। পারফরম্যান্সে আস্থা হারানোর কারণেই তাকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।  স্কোয়াডে জায়গা না পাওয়ার দিনেই ব্যাট হাতে যেন বড় জবাবটাই দিলেন লিটন।

 

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। মাত্র ৪৪ বলে ৮ চার ও ৭ ছক্কায় নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। এটি বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এবং পুরো টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।

লিটনের এই রেকর্ড ভাগাভাগি হলো ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের সঙ্গে। ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে গেইলও ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে বিপিএলে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড রয়েছে আহমেদ শেহজাদের, যিনি ২০১২ সালে মাত্র ৪০ বলে শতক করেছিলেন।

 

জাতীয় দলে জায়গা ধরে রাখতে লিটন দাসের সময়টা ভালো যাচ্ছিল না। ২০২৪ সালে ওয়ানডেতে বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরে এলেও রানখরা কাটাতে পারেননি। ফলে গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।

তবে আজকের বিপিএল ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন লিটন। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করার পর আরও বিধ্বংসী রূপ নেন তিনি। শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পান, যা মাঠে থাকা দর্শকদের মন জয় করে নেয়। পুরো স্টেডিয়ামজুড়ে লিটন লিটন ধ্বনি উঠতে থাকে।

 

জাতীয় দল থেকে বাদ পড়ার পর লিটনের এমন দুর্দান্ত ইনিংস যেন তার প্রত্যাবর্তনের বার্তা দিয়ে গেল। এখন দেখার বিষয়, এই পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় কতটা পরিবর্তন আনে।

তাবিব

×