ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

আবারও ফেল, সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব

প্রকাশিত: ২০:৪৪, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৫, ১১ জানুয়ারি ২০২৫

আবারও ফেল, সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব

ছবি: সংগৃহীত।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে গিয়ে আবারও ব্যর্থ হয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় সাকিব আল হাসান সফল হতে পারেননি, এবং তার ফলস্বরূপ এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। এ কারণে আগামী এক বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।

এছাড়া, সাকিবের বোলিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিতে পারছেন না। আগামীকাল, ১২ জানুয়ারি, প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়, এবং সাকিবের বোলিং অ্যাকশন বিষয়ে সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশকে বিকল্প নিয়ে দল সাজাতে হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত পরীক্ষাগারেও পরীক্ষা দেওয়া হলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

এখন সাকিবের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার বোলিং অ্যাকশন পুনরায় পরীক্ষা দিয়ে সবুজ সংকেত লাভ করা, যাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং ক্যারিয়ার পুনরায় শুরু করতে পারেন।

নুসরাত

×