সংগৃহীত
ক্রিকেট দুনিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব-প্রতিপত্তির কথা কারও অজানা নয়। আইসিসির সবচেয়ে বেশি রাজস্ব আসে ভারত থেকেই। তাই তাদের ‘দাদাগিরি’ চলে সর্বত্র। ‘বিগ থ্রি’ –এর অন্যতম অস্ট্রলিয়ার ক্রিকেটাররাও এমনটাই মনে করেন। তাদের মতেও, ভারত আইসিসির চেয়ে শক্তিশালী।
মেলবোর্নে অনুষ্ঠিতব্য চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারকে ভারতীয় বোর্ড ও আইসিসিকে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। স্টিভ স্মিথ বলেন, ‘ভারতীয় বোর্ড ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। তাদের তুলনায় আইসিসির শক্তি কম।’ ট্রেভিস হেড আবার বিসিসিআইকে ‘ক্রিকেটের শাসক’ বলে উল্লেখ করেন। তবে তার কাছে আইসিসি শক্তিশালী।
অজি ওপেনার উসমান খাজা এবং অ্যালেক্স ক্যারির মতো ক্রিকেটারেরাও ভারতীয় বোর্ডকে আইসিসির চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য বিসিসিআই ও আইসিসি দুই বোর্ডকেই ‘শক্তিশালী’ বলে উল্লেখ করেছেন।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের বাজার ভারত। ক্রিকেট থেকে আইসিসি যে আয় করে, তার বড় অংশ আসে ভারত থেকে। সেই কারণে আইসিসির লাভের সিংহভাগ পায় ভারত। নিঃসন্দেহে তারাই সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। প্রভাব-প্রতিপত্তিও বেশি। ভারতের আপত্তিতেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে পারছে না পাকিস্তান। এর আগে এশিয়া কাপও পাকিস্তান হাইব্রিড মডেলে করতে বাধ্য হয়েছিল।
শিহাব