গণমাধ্যমে অনেক গুঞ্জন এবং বিভিন্ন সূত্রের দাবি,চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন এবং সূচি নিয়ে যে সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আগেই জানা গিয়েছিল, ভারত পাকিস্তানে আসবে না, এবং টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। এই মডেলে ভারতের সমস্ত ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে, এমনকি সেমিফাইনাল বা ফাইনালও সেখানে অনুষ্ঠিত হবে।
এবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের বৈঠকের মাধ্যমে আরও কিছু সূচি সামনে এনেছে। পিসিবি প্রধান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানে আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে বৈঠক করেন, এবং সেখান থেকেই জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে ম্যাচটি ঠিক কোথায় হবে, তা এখনও জানানো হয়নি। পিসিবি মুখপাত্র আমির মীর জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে।
আগেই জানা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে, যা করাচিতে অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তান ম্যাচটি উচ্চমানের প্রতিযোগিতা হওয়ায়, সম্ভবত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামই থাকবে এই ম্যাচটির ভেন্যু।
পাকিস্তানে রাওয়ালপিন্ডি ও করাচিতে তিনটি করে ম্যাচ হবে, এবং লাহোরে একটি সেমিফাইনাল ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যদি ভারত শেষ চারে পৌঁছায়, তবে প্রথম সেমিফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে, ৪ মার্চ। দ্বিতীয় সেমিফাইনালটি ৫ মার্চ হবে।
এছাড়া, ভারত ফাইনালে পৌঁছালে, ৯ মার্চ লাহোর থেকে সরে গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
রাসেল