ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিপিএল উন্মাদনা শুরু হচ্ছে রাহাত ফতেহ আলী খানের সঙ্গীত মূর্ছনায়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ২২ ডিসেম্বর ২০২৪

বিপিএল উন্মাদনা শুরু হচ্ছে রাহাত ফতেহ আলী খানের সঙ্গীত মূর্ছনায়

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ উন্মাদনা শুরু হচ্ছে সোমবার থেকে। যদিও বিপিএলের আসন্ন একাদশ আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। কিন্তু বিশেষ সঙ্গীতায়োজনের মাধ্যমে বিপিএল উন্মাদনা দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিপিএলের তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে ‘বিপিএল মিউজিক ফেস্ট ২০২৫’ নামের এই সঙ্গীতায়োজন। সোমবার বিকেল ৩টায় এই জমকালো সঙ্গীত আয়োজন শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে গাইবেন পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান।

বিসিবির পরিচালনা পর্ষদ বদলে যাওয়া এবং নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বিপিএল। একাদশ এই আসর তাই জমকালো আয়োজনে সফল করতে উন্মুখ বিসিবি। তারই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগেই বিপিএল উপলক্ষ্যে সঙ্গীত আয়োজন শুরু হচ্ছে। 

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে বিশেষ সঙ্গীত আয়োজন। ২টা ৩০ মিনিট থেকে দর্শকরা প্রবেশ করতে পারবেন এবং বিকেল ৪টা ৩০ মিনিটের পর আর প্রবেশাধিকার থাকবে না। এই বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করবেন পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান ও তার গ্রুপ। 

২ দিন আগেই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট মাতিয়েছেন রাহাত ফতেহ আলী বিনা পরিশ্রমিকে। তবে বিপিএল সঙ্গীতায়োজনে গাইতে প্রায় সাড়ে ৩ কোটি টকা দেওয়া হবে তাকে। এই ‘বিপিএলে মিউজিক ফেস্ট’ আয়োজনের টাইটেল স্পন্সর হয়েছে মধুমতি ব্যাংক। তারা বিসিবিকে এজন্য ৪ কোটি টাকা দিযেছে।

এছাড়া দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস, এভয়েড রাফা, মুজা, জেফার, সঞ্জয় ও হান্নান সঙ্গীত পরিবেশন করবেন। এই সঙ্গীত আয়োজন বিপিএল শুরুর আগেই সিলেট ও চট্টগ্রামেও করবে বিসিবি।  ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। ৩ ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ। তাই এ তিনটি ভেন্যুতেই মিউজিক ফেস্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মামুন/ শিহাব

×