ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি

সাকিব-তামিমের জন্য দরজা খোলা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:৫১, ২১ ডিসেম্বর ২০২৪

সাকিব-তামিমের জন্য দরজা খোলা

আবার জাতীয় দলে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে?

বাংলাদেশ দল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরেছে। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। তবে এখনও নিশ্চিত হয়নি এই টুর্নামেন্টে খেলা হবে কিনা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে তামিম। আর সাকিব আল হাসান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে। ভারত সিরিজের পর থেকে তাকেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে আজ (শনিবার) মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব-তামিম বিবেচনায় আছেন।

বিষয়টি ব্যাখ্যা করে ফারুক বলেছেন, 'এখনো কোনো পলিসি নাই, যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার।' তিনি আরও যোগ করেন, 'আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।'

সাকিব নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও তিনি বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েছেন। এই অলরাউন্ডার সর্বশেষ লঙ্কা টি-টেন টুর্নামেন্টে খেলেছেন। বোলিং করতে না পারলেও ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন তিনি। আর তামিম চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন। ব্যাট হাতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সই আবার তার জাতীয় দলের দরজা খুলে দিতে পারে।

সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছেন, 'সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী... আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।'

মেহেদী কাউসার

×