নারীদের বিসিএলের ট্রফি উন্মোচনকালে রাবেয়া খান (বামে), নিগার সুলতানা জোতি, শোভনা মোস্তারি ও ফাহিমা খাতুন।
রাজশাহীতে উন্মোচিত হলো নারী বিসিএলের ট্রফি। প্রথমবারের মতো তিনদিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলবে নারীরা। আজ (২১ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী ছিলেন চারদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
প্রথমবারের মতো লংগার ভার্সনের টুর্নামেন্ট খেলবেন নারীরা তিনদিনের ম্যাচ খেলবে চার দল- উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাচল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ সময় পর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন নারীরা।
এই টুর্নামেন্ট দিয়েই নারীদের প্রথমবারের মতো লংগার ভার্সনের খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি। এর আগে দুইদিনের ম্যাচ খেলার সুযোগ পেলেও এবার প্রথম তিনদিনের ম্যাচ খেলবে নারীরা। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন ক্রিকেটাররা।
উদ্বোধনী দিনে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিনে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। এরপর ২৬ ডিসেম্বর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে মাঠে গড়াবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল একইদিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে খেলতে নামবে।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী দল। এর মাঝেই চলবে এই টুর্নামেন্ট। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।
উত্তরাঞ্চলের অধিনায়ক সোবহানা মোস্তারি ও নারী দলের প্রধান হাবিবুর বাশার মনে করেন, এই আয়োজন টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা উন্মোচন করবে এবং ক্রিকেটের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেফ মাসুদ পাইলট বলেন, এমন আয়োজনের ফলে নারী ক্রিকেট দলের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে। নারী ক্রিকেটের উন্নয়নে ভালো পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
মিরাজ/টুম্পা