ছবি: সংগৃহীত
দলের মহাবিপদের সময় ব্যাটিংয়ে নেমেছিলেন। খেললেন ১৭ বল ৩৫* রানের দারুণ এক ক্যামিও। শামীম হোসেন পাটোয়ারীর সেই ঝড়ো ইনিংসেই বাংলাদেশের স্কোর একশ পার হলো। এরপর বোলাররা এনে দিলেন ২৭ রানের দারুণ জয়। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হলো বাংলাদেশের। নিজের ভূমিকা পালন করতে পেরে দারুণ খুশি শামীম।
প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেই দলের জয়ে অবদান রাখলেন শামীম। বিপর্যয়ের মুখে পাল্টা আক্রমণে দারুণ এই ইনিংস খেলার জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তার হাতেই। সেই পুরস্কার নিতে এসে শামীম বলেন, ‘কতদিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও তার ব্যাট হেসেছিল। ২০০-এর বেশি স্ট্রাইকরেটে খেলেছিলেন ১৩ বলে ১ চার ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস। দলের ১৪৭ রানের পুঁজিতে তার সেই ইনিংসের বড় অবদান ছিল। আজ তো দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ২টি করে চার-ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ২০৫.৮৮। এই শামীমকেই তো চায় বাংলাদেশের ক্রিকেট।
শিহাব