ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

টানা দুই জয়ে সুপার ফোরে বাংলাদেশ

শাকিল আহমেদ মিরাজ/হুমায়ুন কবির

প্রকাশিত: ২২:৫০, ১৭ ডিসেম্বর ২০২৪

টানা দুই জয়ে সুপার ফোরে বাংলাদেশ

কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি২০ এশিয়া কাপে মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়ে বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস

সোমবার বিজয় দিবসের উদ্যাপনে বাড়তি মাত্রা যোগ করেছিল বাংলাদেশের ক্রিকেট। কিংসটাউনে সেদিন সকালে টাইগাররা প্রথমবারের মতো টি২০তে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তাদেরই মাটিতে। দুপুরে প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ মিশন শুরু করে মেয়েরা। পরদিনও অব্যাহত থাকল কিশোরীদের সে জয়যাত্রা। এবার ১২০ রানের জয়ের পথে আয়োজক দেশ মালয়েশিয়াকে বিধ্বস্ত করে গ্রুপ-বি থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠল সুমাইয়া আক্তারের দল।

মঙ্গলবার কুয়ালালামপুরের বায়ুইমাস ওভালে ফাহমিদা-জান্নাতুলদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫ উইকেটে ১৪৯ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে বাংলাদেশ। এরপর ১৪.৫ ওভারে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দেয় মাত্র ২৯ রানে! নিশিতা আক্তার নিশি একাই নেন ৫ উইকেট। তবে ৪ চারে অপরাজিত ৪৫ রানের দায়িত্বশীল ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন জান্নাতুল মাওয়া। বৃহস্পতিবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শুক্রবার নেপালের সঙ্গে লড়বে মেয়েরা।
অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রানের দাপুটে জয়ে মিশন শুরু পর মালয়েশিয়াকে পাত্তাই দেয়নি সুমাইয়ারা। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৫ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ৩ চারে ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ১৯ রান করেন ইভা। এরপর অধিনায়ক সুমাইয়া (১১ বলে ১ চারে ১২) ও আফিয়া আসিমা (৫ বলে ৩) অবশ্য ভালো কিছু করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন জান্নাতুল মাওয়া, শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার।

৪৫ বলে ৪ চারে ৪৫ রানে অপরাজিত থাকেন জান্নাতুল, ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় সাদিয়া অপরাজিত ৩১ রানে। রান তাড়ায় মালয়েশিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ওপেনিংয়ে ৫ রান করেন নূর আলিয়া বিন্তি মোহাম্মদ হাইরুন। সেটিই দলের সর্বোচ্চ! তিন ব্যাটার আউট হন শূন্য রানে, চার ব্যাটার করেন ১ রান। ৫ উইকেটে ১৪৯ রানে থামে বাংলাদেশের সংগ্রহ। স্বাগতিকদের হয়ে মার্সিয়া আব্দুল্লাহ ৩ ও নুর ইসমা নেন ২ উইকেট। জবাব দিতে নেমে টাইগ্রেসদের সাঁড়াশি বোলিংয়ের মুখে পড়ে মালয়েশিয়া। আয়োজকদের হয়ে দুই অঙ্কা ছুঁতে পারেননি কেউ।
সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন! বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান। অফস্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগস্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট। বি- গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেরা হিসেবে সুপার ফোরে বাংলাদেশ।

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর পর্বে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে তাদের পয়েন্ট ২। আর এÑ গ্রুপের ২ ম্যাচে ১ জয় ও ১ পরিত্যক্তসহ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ভারত। একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দুইয়ে নেপাল। অর্থাৎ পয়েন্ট অনুযায়ী সুপার ফোরে দলগুলোর অবস্থান যথাক্রমে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সুপার ফোরে খেলা প্রথম-দ্বিতীয় ও তৃতীয়-চতুর্থ স্থানের মধ্যে। সুপার ফোরের টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে আগামী ২২ ডিসেম্বর।

×