কিশোরি টাইগ্রেসদের জয়ের আনন্দ
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে আজ (মঙ্গলবার) ১২০ রানের জয়ের পথে আয়োজক মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এই আসরটির শেষ চার খেলতে যাচ্ছে বাংলাদেশ।
পরের রাউন্ডে, অর্থাৎ সুপার ফোরে বাংলাদেশ খেলবে ভারত ও নেপালের বিপক্ষে। সুপার ফোরের বাকি দলটি হচ্ছে শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ তোলে পাঁচ উইকেটে ১৪৯ রান। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ এবং মোসাম্মদ ইভা ১৬ বলে ১৯ রান করে উদ্বোধনী জুটিতে ৪৫ রান এনে দেন।
৪৫ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটার জান্নাতুল মাওয়া। এ ছাড়া সাতে নেমে ১৯ বলে ৩১ রানের ক্যামিও খেলেন সাদিয়া আক্তার। ৪৫ রানে প্রথম উইকেট হারালেও ব্যাটিংয়ের সময় এক পর্যায়ে ৮৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান। এই দুজনের জুটিতেই মূলত বড় রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়া। ১২০ রানে জিতে বাংলাদেশ।
মালয়েশিয়ার ইনিংসে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া তিন রান আসে দুজনের ব্যাটে, দুই রান করেন একজন এবং এক রানে ফিরে যান চারজন।
এ দিন শূন্য রানে ফিরেন তিনজন। মালয়েশিয়ার ২৯ রানের মধ্যে ১২ রানই আসে অতিরিক্তর খাতা থেকে! বাংলাদেশের হয়ে অফ স্পিনার নিশিতা আক্তার তিন রানে নেন পাঁচ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম পাঁচ রানে তিন উইকেট নেন। এ ছাড়া লেগস্পিনার আনিসা আক্তার পাঁচ রান খরচায় নেন দুই উইকেট।
মিরাজ/ শিহাব