ডিসমিসালের রেকর্ড গড়েছেন অধিনায়ক লিটন দাস
বিজয় দিবসের সকালে সাত সমুদ্দুর তের নদীর ওপার থেকে রঙিন এক উপহার হয়ে এল বাংলাদেশের জয়। কিংসটাউনে ১৪৭ রানের পুঁজি নিয়েও টি২০’র বড় দল ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে টাইগারদের ৭ রানের নাটকীয় জয়ের নায়ক মেহেদী হাসান। ২ চার ও ১ ছক্কায় ২৬ রান করার পর বল হাতে মাত্র ১৩ রানে ক্যারিয়ারসেরা ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা এ অফস্পিনিং-অলরাউন্ডার। উইন্ডিজের মাটিতে টি২০তে এটিই প্রথম জয়।
এই পুঁজি নিয়েও জয়ের বিশ্বাস ছিল বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টি২০ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া লিটন দাস 'আমরা এখানে আগেও খেলেছি(বিশ্বকাপে)। আমার মনে হয়েছে এটা ভাল উইকেট। স্কোরবোর্ডে ১৪৭ রান ডিফেন্ড করার মতো ছিল, আমি বোলারদের তেমনটাই বলে দিয়েছিলাম।'
ব্যাট হাতে ব্যর্থ লিটন এদিন কিপিংয়ে দেশের হয়ে টি২০ ম্যাচে সর্বোচ্চ ৫ ডিসমিসালের রেকর্ড গড়েছেন। আগ্রাসী ক্রিকেটে সিরিজ জয়ে চোখ অধিনায়কের, ‘আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলুক। এই মুহুর্তে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। এটা লম্বা সফর, আজকের (সোমবার) ম্যাচ জেতা সবাইকে অনেক উৎসাহ যোগাবে। আমাদের আরো একটা ম্যাচ জিততে হবে এবং সেজন্য ভালো ক্রিকেট খেলতে হবে।'
দুরন্ত অলরাউন্ড নৈপুন্যে নায়ক মেহেদী হাসান
নতুন বলে দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মেহেদী বলেন, 'নতুন বলে তো সবসময়ই বল করে থাকি। নরমালি যে প্রসেসে এগোচ্ছিলাম সেভাবেই বল করেছি। ওদের ডান হাতি ব্যাটসম্যান ছিল আমার লক্ষ্য ছিল ওদের যাতে সহজেই শর্ট খেলতে না দিতে পারি। ওরা তো আসলে শক্তিশালী, ওদের আসলে প্ল্যান করে বল করছি। আল্লাহর রহমতে সফল হয়েছি।'
মেহেদীর কণ্ঠে আরও ভাল করার প্রত্যয়, 'হ্যাঁ অবশ্যই দেখেন টেস্টে আমরা ভালো শেষ করছি। ওয়ানডেতে ভালো শুরু করেছিলাম তবে শেষটা ভালো করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিজয়ের মাসে টি২০টা জয় দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে, তার জন্য যা কিছু করার প্রস্তুত আছি।'
একই ভেন্যুতে বাংলাদেশ সময় আগামিকাল (বুধবার) ভোরে হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০। ওয়ানডেতে হোয়াইটওয়াশের যন্ত্রণা ভুলতে যেখানে জয় চায় টাইগাররা।
মিরাজ/ রিয়াদ