ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বিজয়ের দিনে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৩:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয়ের দিনে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ দল

ছবি সংগৃহীত

ওয়ানডেতে হোয়াইটওয়াশের দুঃস্মৃতিকে পেছনে ফেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

আজকের দিনটি বাংলাদেশের জন্য বিশেষ, কারণ আজ মহান বিজয় দিবস। এদিকে আজ বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের শক্তি তুলনামূলকভাবে কিছুটা কম বলে মনে করা হয়, তবে কপালে তাদের আত্মবিশ্বাসের অভাব নেই।


টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক লিটন দাস বলেছেন, “আমরা জানি, টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবে আমরা চেষ্টা করবো যাতে আমরা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং সিরিজে ভালো খেলতে পারি।”


এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিংসটাউন ভেন্যুতে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়ে ইতিবাচক মনোভাব পাচ্ছে বাংলাদেশ দল। ঐ দুই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।


ওয়েস্ট ইন্ডিজ যাদের টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার-হিটার হিসেবে পরিচিতি রয়েছে। তাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশ নেয়। ফলে তাদের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি ভালো কদর রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটেও তারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে থাকে।

 

আশিকুর রহমান

×