ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

উইন্ডিজে এবার টি২০ চ্যালেঞ্জ বাংলাদেশের

মো. মামুন রশীদ

প্রকাশিত: ০০:৪০, ১৫ ডিসেম্বর ২০২৪

উইন্ডিজে এবার টি২০ চ্যালেঞ্জ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছেন তাসকিন-নাহিদরা

টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু। সেই সিরিজে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১-১ সমতায় শেষ করতে পেরেছে বাংলাদেশ দল। ১৫ বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কোনো টেস্ট জিতেছে টাইগাররা। কিন্তু অবিস্মরণীয় সেই সাফল্যের পর ওয়ানডে সিরিজে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। ১০ বছর পর উইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এবার তাদের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজের চ্যালেঞ্জ।  সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচ শুরু হবে। অ্যান্টিগা ও জ্যামাইকাতে টেস্ট খেলার পর সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ হয়েছে।

এবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে হবে দুই দলের মধ্যে টি২০ সিরিজ। ১৮ ও ২০ ডিসেম্বর পরবর্তী দুটি টি২০ ম্যাচও এখানে হবে। এই সিরিজ দিয়ে আবার নেতৃত্বে ফিরছেন লিটন কুমার দাস। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে মাত্র একটা টি২০-তে এর আগে অধিনায়কত্ব করলেও ৭ ওয়ানডে ও ১ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে বাংলাদেশের দলে আছে ব্যাপক পরিবর্তন। একেবারে নতুন চেহারা নিয়েই ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ দল। কারণ এই দলে নেই ইতোমধ্যে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। এতদিন নেতৃত্বে থাকা নাজমুল হোসেন শান্তও নেই। এমনকি টি২০ ফরম্যাটে বাংলাদেশের অন্যতম বোলিং ভরসা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান পিতৃত্বকালীন ছুটির জন্য খেলছেন না। ইনজুরির কারণে তাওহিদ হৃদয় অনুপস্থিত এবং বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

সবমিলিয়ে সর্বশেষ ভারতের বিপক্ষে যে ৩ ম্যাচের টি২০ সিরিজ বাংলাদেশ খেলেছে সেই দলের ৬ জনই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন না। আন্তর্জাতিক টি২০-তে ৩ ম্যাচ খেললেও তরুণ ডানহাতি পেসার রিপন ম-ল অবশ্য এই প্রথম মূল জাতীয় দলে ঠাঁই পেয়েছেন। কারণ গত বছর এশিয়া গেমসে আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে হওয়া ম্যাচগুলোয় খেলেছে দ্বিতীয় সারির জাতীয় দলসমূহ।

ভারত সফরের দলে থাকলেও খেলার সুযোগ পাননি বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান, তিনিও ছিটকে গেছেন দল থেকে। আহামরি কোনো পারফর্ম না করেই দলে সুযোগ করে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী। আর ফিরেছেন সদ্যই সমাপ্ত গ্লোবাল সুপার লিগ টি২০ আসরে দুর্দান্ত ব্যাটিংয়ে সেরা খেলোয়াড় হওয়া  সৌম্য সরকার। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি  পেসার হাসান মাহমুদও এসেছেন। 
 গ্লোবার সুপার লিগের ফাইনালে সৌম্য ৫৪ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। আসরে দুই ফিফটিতে ১৮৮ রান করে তিনিই  জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। টি২০ বিশ্বকাপের পর গত অক্টোবরে ভারত সিরিজের দল  থেকে বাদ পড়েন এ বাঁহাতি টপঅর্ডার। একই আসরে আফিফ দুই ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ১০ রান করেছেন। গত ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টি২০ খেলার পর এই ফরম্যাটে কোথাও তেমন ভালো করতে পারেননি।

ওয়ানডে সিরিজেও ৩ ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। শামীমও গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে সবশেষ টি২০  খেলার পর এই ফরম্যাটে  তেমন উল্লেখযোগ্য পারফর্ম্যান্স  নেই তার। যদিও সর্বশেষ বিপিএল এবং হাই পারফর্ম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে কিছু কার্যকর ইনিংস খেলে ফিরেছেন তিনি। আর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আবার টি২০ দলে এলেন বাঁহাতি স্পিনার নাসুম। ভারতে সর্বশেষ টি২০ সিরিজে ব্যাটে-বলে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ। নতুন চেহারার ভারতীয় দলের কাছে বড় ব্যবধানে পরাস্ত হয় তারা।

এই ফরম্যাটে অধিকতর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। যদিও সর্বশেষ দুটি সিরিজে তারা শ্রীলঙ্কা সফরে ২-১ ও ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে। তবে বাংলাদেশের বিপক্ষে ১৬ ম্যাচের ৯টিতেই জিতেছে উইন্ডিজ। মাত্র ৫ জয় বাংলাদেশের। দুই দলের মধ্যে ৭টি দ্বিপক্ষীয় সিরিজে ৪টি জিতেছে উইন্ডিজ, ২টি বাংলাদেশ ও একটি হয়েছে ড্র। চলতি বছরই টি২০ বিশ^কাপে নিজেদের শেষ ম্যাচটি সেন্ট ভিনসেন্টে খেলে বাংলাদেশ এবং আফগানিস্তানের কাছে হেরে বিদায় নেয়। এবার ৬ মাস পর একই ভেন্যুতে ফিরে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ দল?

×