ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সেন্ট কিটসে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:১০, ১৩ ডিসেম্বর ২০২৪

সেন্ট কিটসে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

সৌম্য-মিরাজের তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়

সৌম্য-মিরাজের তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ। এটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। একই মাঠে ২০১৮ সালে ৬ উইকেটে ৩০১ রান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগের সেরা দলীয় রান ছিল বাংলাদেশের। 

টানা দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে এদিনও বিপদে পড়ে বাংলাদেশ। 

এরপর তৃতীয় উইকেটে মাত্র ১২৫ বল থেকে ১৩৬ রানের বিশাল জুটি গড়েন সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ। 

সৌম্য ও মিরাজ দু'জনেই অর্ধশতক হাঁকান। সৌম্য ৭৩ বলে ৮ চার, ২ ছক্কায় ৭৩ রান করে বিদায় নেন। 

এরপর মিরাজের সঙ্গে ২৬ রানের জুটি হয়েছে আফিফ হোসেন ধ্রুবর। কিন্তু ৭৩ বলে ৮ চার, ২ ছয়ে ৭৭ রানে মিরাজ রান আউট হলে জুটি ভাঙ্গে।

আফিফও বেশিদূর এগোতে পারেননি। তিনি ২৯ বলে ২ চারে ১৫ রানে বিদায় নেন। এরপরে আর উপক্রম হারায়নি বাংলাদেশ। 

মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ষষ্ঠ উইকেটে ১৫০ রানের জুটি গড়েন। মাত্র ১১৭ বল থেকেই তারা এই জুটি গড়েছেন। 

এটি বাংলাদেশের ওয়ানডেতে ষষ্ঠ উইকেটের রেকর্ড জুটি। এর আগে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের জুটি ছিল বাংলাদেশের সেরা। ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ ২০১৮ সালে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সেই জুটি গড়েছিলেন।

মাহমুদুল্লাহ-জাকের দ্রুতগতিতে অর্ধশতক হাঁকিয়ে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ এনে দেন। 

মাহমুদুল্লাহ টানা তৃতীয় অর্ধশতক হাঁকিয়ে মাত্র ৬৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। 

জাকের আলী ওয়ানডেতে প্রথম অর্ধশতক পেয়েছেন। তিনি ৫৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। 

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ২ উইকেট নেন।

মামুন/ এসআর

×