পরিশ্রমের ফল মিলতে শুরু করেছে, বললেন ওয়েস্ট ইন্ডিজে ম্যান অব দা সিরিজ হওয়া এই পেসার।
ম্যান অব দা সিরিজের স্বীকৃতি দেওয়া হলো যৌথভাবে দুজনকে। তবে একটি ট্রফি তো আর দুজনকে ভাগ করে দেওয়া যায় না। জেডেন সিলস সৌজন্য দেখিয়ে তাসকিন আহমেদকে বললেন ট্রফি রেখে দিতে। বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাতে বেজায় খুশি। মুখ থেকে হাসি সরছিলই না তার। ট্রফিকে নিজে বারবার দেখছিলেন, উঁচিয়ে ধরে দেখাচ্ছিলে। তার চোখ-মুখ, শরীরী ভাষায় ছড়িয়ে পড়ছিল উচ্ছ্বাস।
তাসকিন বললেন, “এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দল ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে আমরা মানসিকভাবে দমে গিয়েছিলাম। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।”
“দুটি ম্যাচেই আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং আল্লাহতায়ালা আমাকে এই পুরস্কার দিয়েছেন ম্যান অব দা সিরিজ হিসেবে।”
বিন্দু বিন্দু ঘাম এখন সাফল্যের ফুল হয়ে উঠছে। তাসকিন আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, সামনে আরও দারুণ অনেক কিছু পাওয়া যাবে তার কাছ থেকে।
“আশা করি, মেনি মোর টু কাম…। কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে ভালো আছে (অবস্থা)। আশা করছি এমন আরও অর্জন হবে সামনে।”
“আমি খুবই খুশি। যদিও কাজটা সহজ ছিল না। কাঁধের অবস্থা বাজে ছিল। স্রষ্টার কৃপায় এখন টেস্ট ক্রিকেটে ফিরে আসছি। অনেক কষ্ট করতে হয়েছে। সেটি এখন ফলপ্রসূ হতে শুরু করেছে। আশা করি, মেনি মোর টু কাম।”
রাজু