বৃহস্পতিবার টপাটপ অতিথি শ্রীলঙ্কার উইকেট কব্জা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উল্লাস
শ্রীলঙ্কার নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর শেষ পর্যন্ত অবশ্য প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় প্রোটিয়ারা। সেটাও আবার টেম্বা বাভুমার কৃতিত্বে। ডারবানের কিংসমিডে স্বাগতিকদের এমন দুর্দাশা দেখেই অনুমাণ করা গিয়েছিল যে সফরকারীদের জন্যও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শেষ পর্যন্ত সেই ধারণাই বাস্তবে প্রমাণিত হলো। প্রথম ইনিংসে মাত্র ৪২ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা! যা তাদের নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জা।
এর আগে টেস্টে সর্বনি¤œ ৭১ রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ১৯৯৪ সালে কেন্ডিতে পাকিস্তানের কাছে সেই পরাজয়ই এতদিন তাদের সর্বনি¤œ রানে অলআউট হওয়ার নজির ছিল। এবার সেটাকেই ছাড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকার মাটিতে।
এ ছাড়া তৃতীয় সর্বনি¤œ ৭৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটিও সেই ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষেই ২০০৬ সালে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই অবশ্য সর্বনি¤œ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড নয়? এর আগে আরও দুটি ইনিংস রয়েছে প্রোটিয়াদের। ১৮৯৬ সালে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে মাত্র ৩০ রানেই অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া নিউল্যান্ডে ১৮৯৯ সালে দ্বিতীয় সর্বনি¤œ ৩৫ রানে অলআউট হওয়ার রেকর্ডও রয়েছে প্রোটিয়াদের।
এবার সেই দুই ইনিংস ছাড়িয়ে ৪২ রানে শ্রীলঙ্কাকে অলআউট করার লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নিয়েছে। লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে তারা।
টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১১৭ বল খেলে ৭০ রান করেন ইনজুরি কাটিয়ে নেতৃত্বে ফেরা টেম্বা বাভুমা। শেষ দিকে কেশব মহারাজের ব্যাট থেকে আসা ২৪ রান দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ত্রিস্তান স্টাবস ১৬ ও কাগিসু রাবাদা ১৫ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার হয়ে কামিন্দু মেন্ডিস ১৩ রান করেন। লাহিরু কুমারা ১০ রান যোগ করেন। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁ-হাতি পেসার মার্কো ইয়ানসেন ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে শ্রীলঙ্কার হয়ে আসিফা ফার্নান্দো ও লাহিরু কুমারা ৩টি করে উইকেট লাভ করেছিলেন।