গ্লোবার সুপার লিগ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাউন্টির দল হ্যাম্পশায়ার হক্সের কাছে সুপার ওভারে হেরেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপার ওভারে রংপুরের হয়ে ব্যাট করতে নামেন খুশদিল শাহ ও স্টিভেন টেলর। একটি ছক্কাসহ ছয় বলে মোট ১২ রান নেন তারা। বোলিংয়ের দায়িত্ব যায় জ্যাক চ্যাপেলের কাছে। প্রথম বলেই তাকে ছক্কা হাঁকান জেমস ফুলার। পরের বলে অবশ্য বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে আসে। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান হ্যাম্পশায়ারে লিয়াম ডসন।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে শুরুটা দারুণ করে রংপুর। সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের ওপেনিং জুটি থেকে আসে ৪৬ রান। এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ১২ বলে ২০ রান করেন টেইলর। সৌম্যের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭ রান। তিনে নামা উইয়েন মেডসেন ২৬ বলে করেন ১৫ রান। তবে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ উইকেটে এসে রানের গতি বাড়ালে সহজ জয়ের পথেই ছিল রংপুর। এই দুজন ফেরার পর সেই সহজ সমীকরণই কঠিন করেছে বাংলাদেশের এই ফ্যাঞ্চাইজি। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৭ রান । কিন্তু ৬ রানের বেশি নিতে পারেনি তারা। ২০ ওভারে শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থাকে রংপুরের ইনিংস।
এর আগে শান মাসুদের ফিফটিতে ১৩২ রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার। মাসুদের ফিফটি ছাড়াও ৩১ বলে ২৮ রান করেন আলি ওর। রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট নেন জ্যাক চ্যাপেল।
রংপুরের পরের ম্যাচ আগামী ১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে।
এমএম