ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

টেস্ট জয়ের জন্য ৩৩৪ রান প্রয়োজন বাংলাদেশের

প্রকাশিত: ০১:১০, ২৬ নভেম্বর ২০২৪

টেস্ট জয়ের জন্য ৩৩৪ রান প্রয়োজন বাংলাদেশের

বাংলাদেশের সামনে ৩৩৪ রানের লক্ষ্য। ছবি: সংগৃহীত।

এন্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশও। ১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। বাংলাদেশের জয়ের জন্য এখন প্রয়োজন ৩৩৪ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮১ রানের লিড নিয়ে উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করেন ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। এরপরই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের শিবিরে বিপর্যয় সৃষ্টি করেন।

১৮ বলে ৮ রান করা লুইসকে আউট করে তাসকিন বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন। দলীয় ৩৯ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ৩ রান করা কিসি কার্টিকেও সাজঘরে পাঠান তাসকিন।

এরপর শরীফুল ইসলাম ব্রাফেটকে আউট করেন। ৩৫ বলে ২৩ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক ফিরে যান। এরপর আন্দ্রে আথানাজে এবং অ্যালজারি হজয়ের মধ্যে ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে।

দলীয় ৮৯ রানে ১৫ রান করে আউট হন হজ। এরপর আরও দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে বাংলাদেশ। আথানাজে ৪২ রান করে আউট হন, এবং জাস্টিন গ্রেভস ২ রান করে সাজঘরে ফিরেন।

পরে, একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৪৬.১ ওভারে ১৫২ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৬টি ও মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট লাভ করেন।

এখন বাংলাদেশের সামনে ৩৩৪ রানের লক্ষ্য, যা তাদের জয়ের জন্য প্রয়োজনীয়।

নুসরাত

×