ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

আইপিএল শুরুর সময় ঘোষণা, সাকিব খেলতে চান তিন মৌসুমের সব ম্যাচ

প্রকাশিত: ১৩:৩৮, ২২ নভেম্বর ২০২৪

আইপিএল শুরুর সময় ঘোষণা, সাকিব খেলতে চান তিন মৌসুমের সব ম্যাচ

সংগৃহীত ছবি।

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর পরবর্তী তিন মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে। আইপিএলের আয়োজকরা দলগুলোকে ই-মেইলের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এবারই প্রথম, একসঙ্গে আইপিএলের আগামী তিন মৌসুমের শুরুর এবং সমাপ্তির তারিখ ঘোষণা করা হলো।

২০২৫ সালের আইপিএল ১৫ মার্চ শুরু হয়ে ২৫ মে ফাইনালের মাধ্যমে শেষ হবে। পরের বছর, অর্থাৎ ২০২৬ সালের আসর শুরু হবে ১৫ মার্চ এবং শেষ হবে ৩১ মে-এর মধ্যে। তদুপরি, ২০২৭ সালের আইপিএল ১৪ মার্চ শুরু হবে এবং ৩০ মে-এর মধ্যে শেষ হবে।

২০২৫ এবং ২০২৬ সালের আইপিএলে মোট ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে, ২০২৭ সালের আসরে ম্যাচের সংখ্যা বেড়ে ৯৪টি হবে।

এদিকে, বাংলাদেশ থেকে শুধুমাত্র সাকিব আল হাসান নিশ্চিত করেছেন যে তিনি আগামী তিন মৌসুমের সব ম্যাচ খেলবেন। অন্যদিকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও নিশ্চিত করেনি যে, অন্যান্য খেলোয়াড়রা পুরো আসরের জন্য অংশগ্রহণ করবেন কিনা। সাকিবের মতোই, আইপিএল-এর জন্য নিজেদের পুরোপুরি ফাঁকা রেখেছেন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের বেশিরভাগ ক্রিকেটার।

নুসরাত

×