ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

ব্রেসওয়েল যেন নিউজিল্যান্ডের কলঙ্ক!

প্রকাশিত: ২০:৫৩, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৪০, ১৮ নভেম্বর ২০২৪

ব্রেসওয়েল যেন নিউজিল্যান্ডের কলঙ্ক!

ডগ ব্রেসওয়েল।

প্রোফাইল বলছে টাউরাঙ্গায় জন্ম ডগ ব্রেসওয়েলের। জায়গাটা নিউজিল্যান্ডে ইবে অব প্লেনটি অঞ্চলে। কিন্তু ব্রেসওয়েল কি আদৌ নিউজিল্যান্ডের! ব্ল্যাক ক্যাপস শিবির যেখানে আধুনিক ক্রিকেটে ভদ্রতার মানদন্ড, ৩৪ বছর বয়সি পেসারে চরিত্র সেখানে একেবারে বিপরীত।

২০১৭ সালে কোকেন গ্রহণ করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেয়েছিলেন। সেবার এক বছরের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই পেসার। ২০০৮ ও  ২০১০ সালেও একই অপরাধে শাস্তি পেয়েছিলেন। 

মাঠের পারফরম্যান্স দিয়ে না পারলেও, বিতর্কিত কারণে ঠিকই শিরোনামে ডগ ব্রেসওয়েল। সম্প্রতি ম্যাচ চলাকালীন নিষিদ্ধ মাদক কোকেন নেওয়ার দায়ে এক মাস নিষিদ্ধ  হন নিউজিল্যান্ডের এই পেসার।

স্পোর্টিং ইন্টিগ্রিটি কমিশন একটি বিবৃতিতে জানিয়েছে, গত জানুয়ারিতে ওয়েলিংটনের বিরুদ্ধে সেন্ট্রাল ডিস্ট্রিক্টেরের মধ্যকার সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি ম্যাচের আগে কোকেন সেবন করেছিলেন ব্রেসওয়েল। ম্যাচের পর ডোপ টেস্টে পজিটিভ পাওয়া যায় তাকে। যে কারণে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

চলতি বছরের এপ্রিল থেকে শাস্তি কার্যকর ধরায় ব্রেসওয়েলের নিষেধাজ্ঞা ইতিমধ্যে শেষ হয়েছে। এতদিন পর যেটি প্রকাশ্যে এলো। শুরুতে অবশ্য এই ঘটনার শাস্তিস্বরূপ তিন মাসের নিষেধাজ্ঞা দেয় কমিশন। তবে শর্ত মেনে চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় শাস্তি তিন থেকে এক মাসে নেমে আসে।

নিষেধাজ্ঞা পাওয়া ম্যাচটিতে ২১ রানে ২ উইকেট ও ব্যাট হাতে ৩০ রান করেছিলেন ব্রেসওয়েল। সঙ্গে দুটি ক্যাচও ধরেছিলেন। সবমিলিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। 

সর্বশেষ ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা এই বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে তিন সংস্করণে ৬৯ ম্যাচ খেলেছেন।

মিরাজ/ রিয়াদ

×