ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

চব্বিশেই ২৫তম হ্যাটট্রিক; কোথায় থামবেন হালান্ড?

প্রকাশিত: ১৩:০২, ১৮ নভেম্বর ২০২৪

চব্বিশেই ২৫তম হ্যাটট্রিক; কোথায় থামবেন হালান্ড?

গোলের পর আর্লিং হালান্ডের উদযাপন

ম্যানচেস্টার সিটির জার্সিতে চলতি মৌসুমে ইতোমধ্যেই দুটি হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড। রবিবার জাতীয় দল নরওয়ের জার্সিতেও পেয়েছেন সেই বহুল কাঙ্খিত হ্যাটট্রিকের দেখা। তার দুর্দান্ত এই হ্যাটট্রিকের সৌজন্যেই উয়েফা নেশন্স লিগে নরওয়ে এদিন ৫-০ গোলে বিধ্বস্ত করে তুলনামূলক দূর্বল দল কাজাখস্তানকে। সেইসঙ্গে ‘বি’ লিগ থেকে ‘এ’ লিগে উন্নিত হয়েছে নরওয়ে।
চলতি বছরের জুলাইয়ে চব্বিশ বছরে পা রেখেছেন আর্লিং হালান্ড। রবিবার কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছাড়িয়ে গেলেন তার বয়সকেও। 

ইতোমধ্যেই নরওয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিয়েছেন আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ স্লোভেনিয়ার বিপক্ষেও গোল করেছিলেন তিনি। এবার কাজাখস্থানের বিপক্ষে যেন রীতিমতো প্রতিপক্ষের জন্য ভয়ংকর আতংক হয়ে উঠেন সিটি তারকা। ম্যাচ শুরুর ২৩ মিনিটেই প্রথম গোল করেন তিনি। এরপর ৩৭ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটেই পূর্ণ করেন হ্যাটট্রিক।

যা তার ক্যারিয়ারের ২৫তম হ্যাটট্রিক। এর মধ্যে চারটি হ্যাটট্রিক নরওয়ের হয়ে করেছেন হালান্ড। জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৩৮ গোল করে নতুন রেকর্ডও গড়েন তিনি। নরওয়ের হয়ে এত গোল আর হ্যাটট্রিকের কীর্তি নেই আর কোন ফুটবলারের।

হালান্ডের সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে। চলতি মৌসুমেও লিগ চ্যাম্পিয়নদের হয়ে দুটি হ্যাটট্রিক করেন তিনি। যথাক্রমে ইপসউইচ এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। সাবেক ক্লাব রেড বুল সালসবার্গের হয়ে তার হ্যাটট্রিক রয়েছে ৫টি। এছাড়া, বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৪টি এবং মোল্ডার হয়ে করেছেন একটি হ্যাটট্রিক। 

তিন হ্যাটট্রিকের সৌজন্যে চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে হালান্ডের গোলসংখ্যা এখন ২২ টি। নেশন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচ থেকে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন হালান্ড। আন্তর্জাতিক বিরতি শেষে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ফলে কাজাখস্তানের বিপক্ষে হালান্ডের এই হ্যাটট্রিক যেন স্পার্সদের জন্য এক সতর্কবার্তাও।
 

মোস্তফা/আর কে

×