ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

ক্রিকেটে ফিরতে ফিটনেস টেস্টে পাস করতে হবে সাকিবকে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:২৫, ১৭ নভেম্বর ২০২৪

ক্রিকেটে ফিরতে ফিটনেস টেস্টে পাস করতে হবে সাকিবকে

বোলিং অনুশীলনে ফিরেছেন তানজিম হাসান সাকিব

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। তবে তাকে আসন্ন গ্লোবাল সুপার লিগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নিয়েছে। প্রথমবারের মতো ৫ দেশের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের সেরা দলকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। তবে এই আসরে অ্যামাজনের হয়ে খেলার জন্য ফিটনেস টেস্ট দিতে হবে উদীয়মান ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। ক্যারিবিয় দ্বীপের সময় মোতাবেক ২৬ নভেম্বর শুরু হবে এই আসরটি।

প্রথমবারের মতো আয়োজিত এই আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স খেলতে যাবে। তবে সেই দলটির হয়ে খেলবেন না বাংলাদেশের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। তার সিপিএল টি২০ আসরের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা। কারণ দলটি তানজিমকে দলে ভিড়িয়েছে। তবে বিষয়টি নির্ভর করছে এই তরুণের ফিটনেসের ওপর।
 
আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের পর থেকেই ছোটো ‘সাকিব’ হিসেবে নাম কামিয়েছেন তানজিম হাসান। ডানহাতি এই পেসার স্বল্প পরিসরের আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই নিজের উপস্থিতি জানান দিতে পেরেছেন। আর সেজন্যই অ্যামাজন ওয়ারিয়র্স নিয়েছে তাকে। ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছেন তানজিম হাসান সাকিব। মিরপুরে বোলিং শুরু করেছেন।

বিসিবি মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই তানজিমকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন,‘’সাকিব বোলিং শুরু করেছে। তবে শতভাগ দিয়ে বোলিংটা করতে পারছে না এখনো। ৮৫ ভাগ এফোর্ট দিতে পারছে। তার একটা ফিটনেস টেস্ট নেব আমরা। তিনি উত্তীর্ণ হলে আমরা ছাড়পত্র দেব। বাকি বিষয়টা দেখবে বিসিবি।’ 

স্থানীয় সময় অনুসারে আগামী ২৬ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগ। যদিও বাংলাদেশ সময় অনুসারে ২৭ নভেম্বর ভোর রাতে (৫টায়) উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়াবে। প্রথম দিনই মাঠে নামবে গায়ানা, প্রতিপক্ষ পাকিস্তানের লাহোর কালান্দার্স।

মামুন/এমএম

×