ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশের ক্রিকেট নিয়ে বুলবুলের যত আক্ষেপ

প্রকাশিত: ২০:২২, ৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশের ক্রিকেট নিয়ে বুলবুলের যত আক্ষেপ

শারজায় বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে দেখেছেন আমিনুল ইসলাম বুলবুল

অনেকবার গুঞ্জন শোনা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু বাংলাদেশের হয়ে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার সেই দায়িত্ব পাননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা বুলবুল বুধবার শারজায় দেখেছেন বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ। সেখানে বাংলাদেশ দলের চরম ব্যাটিং বিপর্যয় দেখে বিস্মিত বুলবুলের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেভাবে চলছে সেটি নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল পরাজয় দেখে। শেষ ৮টি উইকেট হারায় বাংলাদেশ মাত্র ২৩ রানের মধ্যে। ম্যাচ দেখে হতাশ আমিনুল ইসলাম বুলবুল সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন,‘‘জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল—শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে।’’

ম্যাচে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি সেখানেই গণমাধ্যমকে বর্তমানে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেছেন,‘‘৫ আগষ্টের পরে যে পরিবর্তনটা আসলো তখন কিন্তু আমার সাথে সরকার থেকে যোগাযোগ করেছিল এবং আমার কাছে কিছু দিকনির্দেশনা চেয়েছিল। একদম পরিস্কারভাবে আমি আমার আইডিয়াগুলো শেয়ার করেছিলাম। সেগুলো প্রতিফলিত হয়নি, হয়ত ভবিষ্যতে হবে। কোন বড় পোস্ট না, আমি সকলের সাথে মিলে কাজ করতে চাই।’’

আমিনুল ইসলাম বুলবুলের মতে এখন বিসিবি কোনো রকমে চলছে। অনেক পরিবর্তন আসলেও ভালোভাবে চলছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এ বিষয়ে বুলবুল বলেছেন,‘‘বর্তমানে এখন যে বোর্ড আছে সেটা কোনো রকমে চলছে। এমনকি এখানে কোন পরিবর্তন হয়নি। দুজন নতুন পরিচালক এসেছে এনএসসির মাধ্যমে। তার মধ্যে একজন সভাপতি আরেকজন ফাহিম ভাই। আমি বলব এটা এখনও অসম্পূর্ণ ক্রিকেট বোর্ড, নতুন কিছু ঘটেনি বা দেখতে পাচ্ছি না। নতুন কিছু না।’’

বিসিবি নতুন করে বদলে গেছে ক্ষমতার দিক থেকে। কিন্তু আগের মতোই হাওয়া বইছে সবখানে। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পরই বদলে গেছে প্রধান কোচ। বরখাস্ত হয়েছেন চান্দিকা হাতুরুসিংহে এবং ফিল সিমন্স এসেছেন কোচ হয়ে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ পরিবর্তন বেশ অহরহ ঘটনা হয়ে গেছে। আমিনুল ইসলাম বুলবুল মনে করেন এতে দেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। তিনি বলেছেন,‘‘জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।’’

বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটগুলোর মান উন্নয়ন করা কিংবা সেদিকে নজর দেওয়াটা জরুরী। এ বিষয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,‘‘আমাদের দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে এখন, আমরা কয়জন জানি যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ডে-নাইট করতে পরতাম। কয়দিন আগে বলেছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যেন ডে নাইট হয়, যাতে আমরা দর্শক আকৃষ্ট করতে পারি। স্টেডিয়ামগুলো আমাদের নতুনভাবে ব্র্যান্ডিং করা উচিত। ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারিশ্রমিকটা তিনগুণ করে দেওয়া উচিত।’’

মামুন

×