তানজিম হাসান সাকিব
আগামী ২৬ নভেম্বর থেকে পর্দা উঠছে গ্লোবাল সুপার লিগের। এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এরই মধ্যে তারা এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দলও ঘোষণা করেছে। একই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
গায়ানায় যোগ দেয়ার বিষয়টি তানজিম নিজেই নিশ্চিত করেছেন। অবশ্য এই টুর্নামেন্টে তার খেলা না খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। তারা অনাপত্তি পত্র দিলেই পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন তিনি।
আফগানিস্তানের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন সংযুক্ত আরব আমিরাতে। চোটের কারণে এই সিরিজে নেই তানজিম। চলতি মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজে খেলার কথা রয়েছে তার। তবে টেস্ট দিয়ে ২২ নভেম্বর সিরিজ শুরু হওয়ায় সুপার লিগে খেলতে বাধা নেই এই পেসারের।
কারণ তিনি টেস্ট দলের অংশ নন। টেস্ট সিরিজ শেষ হবে ৪ ডিসেম্বর। আর ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর। গ্লোবাল সুপার লিগের ফাইনাল হবে ৭ ডিসেম্বর থেকে। ফলে টুর্নামেন্টে শেষ করে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার সুযোগ রয়েছে তার।
সবকিছু ঠিক থাকলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে তানজিম সতীর্থ হিসেবে পেতে পারেন শাই হোপ, শিমরন হেটমায়ার, মোহাম্মদ হারিস ও সাইম আইয়ুবদের। এদিকে ৫ দলের টুর্নামেন্টে ইংল্যান্ড থেকে অংশগ্রহণ করবে টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল হ্যাম্পশায়ার হকস।
এ ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। তাদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বিপিএলের রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।
মূলত গায়ানার সরকারের পরিকল্পনাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। অর্থাৎ সবার সঙ্গেই সবার খেলা থাকবে। সেখান থেকে সেমিফাইনাল জায়গা করে নেবে চারটি দল। পরবর্তীতে দুটি দল উঠবে ফাইনালে। ১১ ম্যাচের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ডলার।
মিরাজ/টুম্পা