ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

শারজায় ৩০০তম ম্যাচ

২৯ বছর পর ঐতিহাসিক ম্যাচ দিয়ে শারজায় ওয়ানডে খেলবে বাংলাদেশ!

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২১:৩৬, ৫ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৫৭, ৫ নভেম্বর ২০২৪

২৯ বছর পর ঐতিহাসিক ম্যাচ দিয়ে শারজায় ওয়ানডে খেলবে বাংলাদেশ!

সর্বশেষ ২০২২ সালে শারজায় টি২০ খেলে বাংলাদেশ

নতুন এক ইতিহাসের অধ্যায় রচনা করতে যাচ্ছে আরব আমিরাতের শারজা ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে তারা। আগামীকাল বিকেল ৪টায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে এখানে। এই মাঠে ২৯ বছর পর আবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর আফগানিস্তান খেলবে ২৯তম ওয়ানডে।বর্তমানে শারজা ক্রিকেট স্টেডিয়াম১৯৯০ সালে অস্ট্রেলেশিয়া কাপে সর্বপ্রথম শারজার সঙ্গে পরিচিতি ঘটে বাংলাদেশ দলের। সেবারই প্রথম এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯৯৫ সালে এশিয়া কাপ আসরে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে ৩ ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল শারজায়। 

শারজায় সবমিলিয়ে ৫ ওয়ানডে খেলে সবগুলোতেই হেরেছে এখানে বাংলাদেশ। তারপর এই ভেন্যুতে আর ওয়ানডে খেলার সুযোগ হয়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে ৩ টি২০ ম্যাচ খেলেছে। ২০২১ টি২০ বিশ্বকাপে দুটি ম্যাচ এবং ২০২২ সালের টি২০ এশিয়া কাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেই খেলেছে এখানে বাংলাদেশ। সেই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে আফগানরা।  ২৯ বছর পর শারজায় ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।বাংলাদেশ এখানে কম খেললেও আফগানরা শারজাকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। আফগানরা এই ভেন্যুতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে। সর্বশেষ ৮ ওয়ানডের  ৭টিতেই এখানে জিতেছে তারা। সবমিলিয়ে শারজায় ২৮ ওয়ানডে খেলে আফগানিস্তান ১৮ জয় ও ১০ হার আফগানদের। আশির দশকে যাত্রা শুরু শারজা ক্রিকেট স্টেডিয়ামের

১৯৮৪ সালে যাত্রা শুরুর পর সবমিলিয়ে ২৫২টি ওয়ানডে হয়েছে এই মাঠে। টি২০ হয়েছে ৩৮ টি এবং টেস্ট ৯টি। আন্তর্জাতিক ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৯৯ ম্যাচ আয়োজন করেছে এই মাঠ। আগামীকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ তাই এই মাঠের গৌরবময় ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২৯১ ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ২৮৭ ম্যাচ আয়োজন করে শারজার পেছনে। 

চলতি বছর মাত্র ৩ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তােই সাড়ে ৭ মাস পর আবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচটিই শারজার ঐতিহাসিক এক মাইলফলক অর্জনের দিন। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে শারজা। অথচ বাংলাদেশ ওয়ানডে খেলতে নামবে সেখানে ২৯ বছর পর। 

১৯৮২ সালে শারজা ক্রিকেট গ্রাউন্ড প্রতিষ্ঠিত হয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে ১৯৮৪ সালের ৬ এপ্রিল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের ওয়ানডে ম্যাচ দিয়ে। ২০০২ সালের ৩১ জানুয়ারি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটেও অভিষেক ঘটে শারজার। ২০১৩ সালের ৩ মার্চ আফগানিস্তান-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি২০-তেও যাত্রা শুরু হয় শারজার। 

শারজায় বাংলাদেশ মাত্র ৫ ওয়ানডে খেললেও সর্বাধিক ১২৬ ওয়ানডে এখানে খেলেছে পাকিস্তান। শ্রীলঙ্কা ৮০টি ও ভারত ৭২টি ওয়ানডে খেলেছে এই মাঠে। মূলত এশিয়ার দেশগুলো এখানে বেশি ম্যাচ খেলেছে। এশিয়ার বাইরে সর্বাধিক ৪৩ ওয়ানডে খেলেছে এখানে ওয়েস্ট ইন্ডিজ। সবমিলিয়ে ২২টি দল এখানে ওয়ানডে খেলেছে। 

শারজায় সবচেয়ে বেশি ২৫ টি২০ খেলেছে আফগানিস্তান। দ্বিতীয় সর্বাধিক ৯ টি২০ খেলেছে পাকিস্তান। আর বাংলাদেশ খেলেছে মাত্র ৩টি। সবমিলিয়ে এখানে আন্তর্জাতিক টি২০ খেলেছে ১৭টি দেশ। মাত্র ৬টি দেশ খেলেছে টেস্ট। সেটিও নিজেদের মাঠে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় পাকিস্তান এখানে হওয়া ৯ টেস্টের সবগুলো খেলেছে বলেই সম্ভব হয়েছে। তাদের বিপক্ষে এখানে টেস্ট খেলেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।

×