ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

এবার টাইগারদের আফগান চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪৫, ২ নভেম্বর ২০২৪

এবার টাইগারদের আফগান চ্যালেঞ্জ

শনিবার মিরপুরে মিডিয়ার মুখোমুখি হন তাওহিদ হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক করা হয়েছে। সেই দলটিতে নেই সাকিব আল হাসান, লিটন কুমার দাসরা। আফগানিস্তানের বিপক্ষে আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শারজায়। সেজন্য শনিবার সন্ধ্যায় কয়েকজন ক্রিকেটার দুবাই গেছেন। কোচিং স্টাফসহ বাকিরা রওনা হবেন আজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের পর নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন।

ওই সময় গুঞ্জন শোনা যায় টি২০ ফরম্যাটে অধিনায়ক হতে পারেন তাওহিদ হৃদয়। অবশ্য আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আপাতত টি২০ খেলবে না বাংলাদেশ। তাই দুবাই যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাওহিদ জানালেন তিনি সেসব নিয়ে ভাবছেন না এবং আপাতত আসন্ন সিরিজে ভালো করার চিন্তায় আছেন।
আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যা ৬টায় দুবাইগামী বিমানে উঠেছেন তাওহিদ ছাড়াও তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, রিশাদ হোসেনসহ কয়েকজন ক্রিকেটার। কোচিং স্টাফসহ বাকিরা আগামীকাল রওনা হবেন। কিছুদিন আগে পাকিস্তান সফরে বাংলাদেশ  ‘এ’ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তরুণ মিডলঅর্ডার তাওহিদ। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এই ব্যাটারকে তৈরি করা হচ্ছে সেভাবেই।

তবে জাতীয় দলের টি২০ অধিনায়ক হওয়ার যে গুঞ্জন সেটি নিয়ে তাওহিদ বলেছেন, ‘এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।’ একজন অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তার কাছ থেকে দল অনেক কিছুই প্রত্যাশা করে। এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন তাওহিদ। তিনি বলেছেন, ‘আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া হোক। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’ 
এই মুহূর্তে আসন্ন সিরিজ নিয়েই ভাবছেন তিনি। কারণ কিছুদিন আগেই শারজায় আফগানরা ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর সম্প্রতি সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। তাওহিদ বলেছেন, ‘আমি এ ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এ ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি। আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

×