ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল
২০২৬ সালে পরবর্তী অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নাওয়াজের অধীনে একেবারে নতুন করে আরেকটি বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্র্রিকেট দল গড়া হয়েছে। সেই দলটি প্রথম সিরিজেই ট্রফি জিতেছে। যদিও প্রতিপক্ষ খর্বশক্তির আরব আমিরাত অনুর্ধ-১৯ দল। তবে এই সাফল্য বাংলাদেশের যুবাদের সামনে এগিয়ে যেতে সহায়ক হবে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ওয়ানডেতে আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর টানা ৩ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের যুবারা। দুই দলের মধ্যে হওয়া একমাত্র ৩ দিনের ম্যাচও জিতেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এটিই নতুন করে গড়া বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের প্রথম সিরিজ। সেখানে শতভাগ সাফল্য পেয়েছে তারা।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপরের দুই ওয়ানডেতে বাংলাদেশের যুবারা ৮ উইকেটে ও ১৮৩ রানে জয় তুলে নিয়ে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করে।
শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি আরব আমিরাত। ৪০.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৩৭ রানে। উদ্দিশ সুরি ৩৩ বলে ৪ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৯ এবং কিরণ রাই ৪০ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করেন। বাংলাদেশের পক্ষে রহস্যময় ডানহাতি স্পিনার দেবাশিষ সরকার ৪.৩ ওভারে ১ মেডেনে মাত্র ৪ রান দিয়ে ৪ উইকেট নেন।
জবাবে মাত্র ২০.৪ ওভারে ১ উইকেটে ১৩৮ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের যুবারা। দুই ওপেনার জাওয়াদ আবরার ৪৬ বলে ৩ চার, ৩ ছক্কায় ৪১ ও কালাম সিদ্দিকী এলিন ৪২ বলে ৬ চারে অপরাজিত ৪১ রান করেন। এছাড়া শাহরিয়াল আজমির তূর্য ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন।
মামুন/ রিয়াদ