ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিং

সাকিবকে টপকে প্রথমবার সেরা তিনে মিরাজ

প্রকাশিত: ২০:৫৫, ৩০ অক্টোবর ২০২৪

সাকিবকে টপকে প্রথমবার সেরা তিনে মিরাজ

গ্রেট সাকিবের দেখানো পথেই হাটছেন মিরাজ

সাকিব আল হাসানের বিকল্প হিসেবে অনেকেই বলে থাকেন মেহেদী হাসান মিরাজের কথা। সেই মিরাজ সাকিবের অবসর ঘোষণার এক টেস্ট পরই ছাড়িয়ে গেলেন সাকিবকে। আইসিসি অলরাউন্ডার র‍্যংকিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো উঠে এলেন ক্যারিয়ারসেরা তৃতীয় স্থানে। 

সদ্য সমাপ্ত পাকিস্তান, ভারত এবং চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স করছেন তিনি। আর তাতেই বড় তারকা সাকিবকে চারে নামিয়ে দিয়েছেন ২৭ বছর বযসি এ অফস্পিনিং-অলরাউন্ডার। 

পুরুষ ক্রিকেটারদের বুধবার ঘোষিত র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হ লনাগাদে দেখা যায় মিরাজের এই উন্নতি। তার রেটিং পয়েন্ট এখন ২৯৪। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তার ওপরে  আছেন দুই ভারতীয়- রবিন্দ্র জাদেজা (৪৩৪) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংস ১৩ রান করেন মিরাজ। 

দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো রাবাদার বলে ক‍্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার  ১৩৮ রানের জুটিতে ইনিংস ব‍্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ।

এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম, ২৬ নম্বরে। প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে।

এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। এই পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদের অগ্রগতি ১ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪৬তম স্থানে।

এদিকে বাংলাদেশের সাথে চট্টগ্রাম টেস্ট খেলতে খেলতেই টেস্টের শীর্ষ বোলার বনে গেছেন কাগিসো রাবাদা। মিরপুর টেস্টে স্পিনারদের সাথে পাল্লা দিয়ে একাই শিকার করেন ৯ উইকেট, আর তাতেই মূলত এই উন্নতি র‍্যাংকিংয়ে। সেই ম্যাচে ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট শিকারের কীর্তিও গড়েন রাবাদা। এর আগে ২০১৮ সালে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন তিনি, সেবার শীর্ষস্থান ধরে রেখেছিলেন ১ বছর।

টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন যথারীতি জো রুট।

মিরাজ/ এসআর

×