ক্যারিয়ারে ১৪তম ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম
মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৭ রানে প্রথম দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই তাই চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু বুধবার তাইজুল ইসলামের ঘূর্ণিতে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির ৪০ মিনিট আগে বাঁহাতি স্পিনে টানা ৩ উইকেট শিকার করেন তিনি। এর ফলে ক্যারিয়ারে ১৪তম বার ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তাইজুল। তবে ৫ উইকেটে ৪১৩ রান নিয়ে এখনো ভালো অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা।
আগের দিন ৮১ ওভার ব্যাট করে মাত্র ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৬ রান করে বিদায় নেন ত্রিস্তান স্টাবস। সবার আগে ৩৩ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু দিনশেষে ১৪১ রানে অপরাজিত থাকেন টনি ডি জর্জি। দুটি উইকেটই নেন তাইজুল।
বুধবার ম্যাচের দ্বিতীয় দিন বেশ ভালোভাবেই শুরু করেন টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যাম। তারা ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে যান। প্রথম ঘণ্টায় ১৫ ওভারে ৫৯ রান ওঠে।
পানি পানের বিরতির কিছুক্ষণ পরই তাইজুল তার ঘূর্ণি ছোবল হানতে শুরু করেন। প্রথমেই তার শিকার হন হাফ সেঞ্চুরিয়ান বেডিংহ্যাম। ৭৮ বলে ২ চার, ৪ ছক্কায় ৫৯ রানে বিদায় নেন তিনি বোল্ড হয়ে।
এরপর দ্রুত সময়ের মধ্যে টনি ডি জর্জিকেও ফিরিয়েছেন তিনি এলবিডব্লিউ করে। ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা জর্জি ২৬৯ বলে ১২ চার, ৪ ছক্কায় ১৭৭ রানে বিদায় নেন। এর কিছুক্ষণ পরই কাইল ভেরেইনকে শুন্য রানে এলবিডব্লিউ করেন তাইজুল।
ক্যারিয়ারে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান বাঁহাতি স্পিনার তাইজুল। তবে এরপর রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার নির্বিঘ্নে শেষ করেছেন প্রথম সেশন। ৫ উইকেটে ৪১৩ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ১১ ও মুল্ডার ১২ রানে ব্যাট করছেন।
মামুন/টুম্পা