ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

দ্বিতীয় টেস্টের দলে তাসকিনের জায়গায় খালেদ

প্রকাশিত: ২২:১০, ২৪ অক্টোবর ২০২৪

দ্বিতীয় টেস্টের দলে তাসকিনের জায়গায় খালেদ

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে নেই তাসকিন আহমেদ।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। মিরপুর টেস্টের স্কোয়াডে একটাই পরিবর্তন এসেছে। ডানহাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় ফেরানো হয়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে। ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে।

মিরপুর টেস্ট শেষ হয়েছে বৃহস্পতিবার। ম্যাচের চতুর্থ দিন সকালের সেশনেই ৭ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ফলে ২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণেই এমন হারের সম্মুখীন হয়েছে বাংলাদেশ দল। দুই ইনিংস মিলিয়ে শুধু মেহেদী হাসান মিরাজ বড় ইনিংস খেলেছেন। তিনি দ্বিতীয় ইনিংসে ৯৭ রান করেন। এছাড়া অভিষিক্ত জাকের আলী অনিক করেন ৫৮ রান। 

চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ। তবে সেজন্য অপরিবর্তিত দল নিয়েই নামতে যাচ্ছে স্বাগতিকরা। কারণ মিরপুর টেস্টের দলে থাকা তাসকিনই শুধু থাকছেন না।  ২৬ অক্টোবর চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। শুক্রবার বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ। 

মামুন/শহিদ

×