ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

বড় লিড দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত: ১২:০৭, ২২ অক্টোবর ২০২৪; আপডেট: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৪

বড় লিড দক্ষিণ আফ্রিকার

হাসান জোড়া উইকেট নেওয়ার আগেই দক্ষিণ আফ্রিকার লিড একশ’ পেরিয়েছে

মঙ্গলবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন কাইল ভেরেইন ও উইয়ান মুল্ডারের জোড়া অর্ধশতকে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ২৪৩ রান করে লাঞ্চ বিরতিতে গেছে তারা। ভেরেইন এখনো ব্যাট করছেন ৭৭ রানে।

প্রথম দিন বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দাপটে ৬ উইকেটে ১৪০ রান করে দক্ষিণ আফ্রিকা। ৩৪ রানে এগিয়ে থাকে তারা।

তবে মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন সকালে সেই দাপট থাকেনি তাইজুলের।  সেই সুযোগে দ্রুত রান তুলেছেন ভেরেইন-মুল্ডার। উভয়ে অর্ধশতক করেন। লিডও ১০০ পেরিয়ে যায়।

সপ্তম উইকেটে ভেরেইন-মুল্ডার মাত্র ২০০ বলে ১১৯ রানের জুটি গড়েন। মুল্ডার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ১১২ বলে ৮ চারে ৫৪ রান করেন। ওই সময় পেসার হাসান মাহমুদ জোড়া আঘাত হানেন। মুল্ডারকে সাজঘরে পাঠিয়ে পরের বলেই কেশব মহারাজকে বোল্ড করে দেন।

হাসানের জোড়া আঘাতের আগেই বড় লিড পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।  শেষ পর্যন্ত এদিন ১৫ মিনিট আগে শুরু হওয়া খেলায় লাঞ্চ বিরতিতে যায় প্রোটিয়ারা ১৩৭ রানের লিড নিয়ে।

আগের দিনের সাথে আরো ১০৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা মাত্র ২ উইকেট হারিয়ে। ভেরেইন ১০৫ বলে ৭ চারে ৭৭ রানে ও ডেন পিয়েট ৬ রানে ব্যাট করছেন। তাইজুল ৫, হাসান ৩ উইকেট নিয়েছেন।

মামুন/তাওফিক

×