ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ওয়াকারকে টপকে রাবাদার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১৩:৪৮, ২১ অক্টোবর ২০২৪

ওয়াকারকে টপকে রাবাদার বিশ্বরেকর্ড

মুশফিককে বোল্ড করে তিন শ’র ক্লাবে রাবাদা

মিরপুর টেস্টের শুরুতেই দারুণ বোলিং করেছেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। আজ লাঞ্চের আগেই  মুশফিকুর রহিম  লিটন দাসকে তুলে নেওয়া কাগিসো রাবাদা পরে সাজঘরে ফিরিয়েছেন নাঈম হাসানকে। এর মধ্যে মুশফিককে বোল্ড করে ক্যারিয়ারে সবচেয়ে কম ডেলিভারিতে ৩০০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন প্রোটিয়া কৃষ্ণাঙ্গ পেসার। এক সময়ের বিধ্বংসী পাকিস্তান ফাস্ট বোলার ওয়াকার ৩০০ ছুঁয়েছিলেন ১২ হাজার ৬০২ ডেলিভারি করে। রাবাদার লাগল কেবল ১১ হাজার ৮১৭ ডেলিভারি।

এই তালিকার শীর্ষ পাঁচে প্রোটিয়াদের ছড়াছড়ি। ১২ হাজার ৬০৫ ডেলিভারিতে তিনশ ছুঁয়ে রেকর্ডের তিনে ডেল স্টেইন, ১৩ হাজার ৮৪০ ডেলিভারি করে পাঁচে আরেক কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। স্টেইন ও ডোনাল্ডের ঠিক মাঝে আছেন ম্যালকম মার্শাল। ১৩ হাজার ৭২৮ ডেলিভারি লেগেছিল তার, অনেকেই যাকে মনে করেন সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ ফাস্ট বোলার।

রাবাদার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা বাংলাদেশেই। ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি। তবে টেস্ট অভিষেক ওই সফরে হয়নি। ওই বছরই ভারতের বিপক্ষে মোহালিতে তার টেস্ট অভিষেক। ভারতের কন্ডিশনে অভিষেক সিরিজে ভালো না করলেও পরের সিরিজেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টের পান রাবাদার উত্তাপ। দ্রুতই দলের বড় ভরসা হয়ে উঠে ক্রমে বিশ্ব ক্রিকেটের সেরা বোলারদের একজন হয়ে ওঠেন তিনি। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যান অভিষেকের দুই বছরের পরপরই। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে ৯০০ র‌্যাঙ্কিং পয়েন্টও স্পর্শ করেন।

সেই পথ ধরে এবার ৩০০ উইকেটে (৩০২টি) পৌঁছে গেলেন তিনি। ৬৪ টেস্ট খেলে এই মাইলফলক ধরা দিল রাবাদার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তার চেয়ে কম টেস্ট খেলে তিনশর স্বাদ পেয়েছেন কেবল ডেল স্টেইন (৬১তম)। সর্বোবপরি চেয়ে কম টেস্ট খেলে তিনশ উইকেটের বিশ্ব রেকর্ডটা রবিচন্দ্রন অশ্বিনের। ভারতীয় অফ স্পিনারের লেগেছিল ৫৪ টেস্ট।

মিরাজ// টুম্পা

×