ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

ভারতের কাছে টি২০তে বাজে পারফরমেন্সের পর বলেছেন পেসার তাসকিন আহমেদ

মিরপুরের উইকেটই এমন হারের কারণ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৯, ১১ অক্টোবর ২০২৪

মিরপুরের উইকেটই এমন হারের কারণ

তাসকিন আহমেদ

টি২০ ক্রিকেটে বাংলাদেশ দল কোনোভাবেই নিজেদের ধাতস্থ করতে পারছে না। ভারত সফরেও বাংলাদেশ এখন পর্যন্ত সুবিধা করতে পারছে না। দুই টি২০ ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা বিশেষ করে ব্যাটিং সমস্যার কারণে। উভয় ম্যাচে ভারত যখন ব্যাটিং করেছে তখন মনে হয়েছে হাই-স্কোরিং উইকেট। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সময় উল্টোটাই দেখা গেছে। ভারতীয় বোলিংয়ের বিপক্ষে একেবারে নাজেহাল অবস্থায় দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের।

সেই হারের পেছনে মূলত উইকেটের কারণই টেনে এনেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। কারণ বাংলাদেশ কখনো ভালো উইকেটে খেলে না। সেটিই বড় চাপে ফেলে ব্যাটার ও বোলারদের। তিনি দাবি করেন, দেশে ভালো উইকেটে খেলতে পারলে স্কিলে অনেক উন্নতি হবে। কিন্তু অধিকাংশ ম্যাচ বাংলাদেশের ক্রিকেটাররা খেলেন মিরপুরের ধীরগতির উইকেটে যেখানে ব্যাটিং করা সবসময়ই চ্যালেঞ্জিং। 
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা অনেক আগে থেকেই। বিশেষ করে টি২০ ফরম্যাটের জন্য উপযুক্ত উইকেট নয় বলে দাবি করা হয় সবসময়ই। বাংলাদেশের ক্রিকেটাররাাও বিভিন্ন সময়ে এই মাঠের উইকেট নিয়ে অভিযোগ করেছেন। এমনকি তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো মহাতারকারাও দাবি করেছেন এমন উইকেটে খেলতে থাকলে ক্যারিয়ার হুমকির মধ্যে পড়বে। এমন উইকেটে সংগ্রাম করতে করতে ব্যাটিংয়ের স্বাভাবিক যে স্কিল সেটিও নষ্ট হয়ে যায়।

তাই দেশের বাইরে কোনো উইকেটে খেলতে নামলে আর মানিয়ে উঠতে পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে চলমান ৩ ম্যাচের টি২০ সিরিজেও এটি পরিষ্কার হয়েছে। ভারতের ব্যাটাররা যেখানে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেখানে বাংলাদেশী ব্যাটাররা সংগ্রাম করেছেন। এ বিষয়ে ডানহাতি পেসার তাসকিন বলেছেন, ‘ওরা বিশ্বের সেরা দল। ওরা আমাদের চেয়ে অভিজ্ঞ। ওদের কন্ডিশনে তো ওরা ভালোই। উইকেট পড়লেও ওরা আমাদের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছে। বড় স্কোর হওয়ায় মারতে গিয়ে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, ছন্দ হারিয়েছি।’ 
ভালো উইকেটে খেলার অভ্যাস না থাকায় এটি হয়েছে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও সমস্যায় ভুগেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে তাসকিন আরও বলেন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে  খেলার অভ্যাস করেছে। আমাদের স্কিলে হয়তো আরও উন্নতি করতে হবে। একই সঙ্গে দেশে আরও ভালো উইকেটে খেলতে পারলে আরও উন্নতি হবে। এগুলোই বিভিন্ন কারণ। আপনারাও অনেকদিন ধরে দেখতেছেন দুই-একটা কারণ পারলে বইলেন আমাদের চেষ্টা করব উন্নতি করার।’

ভারতীয় ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলে। আর অধিকাংশ উইকেটই থাকে টি২০ ফরম্যাটের উপযুক্ত। তাই তারা ম্যাচের যেকোনো পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দিতে পারে। এ বিষয়ে তাসকিন বলেন, ‘আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই-স্কোরিং হয়। ওরা জানে কিভাবে হাই-স্কোরিং রান তাড়া করতে হয়, বড় স্কোর কিভাবে করতে হয়। ওদের কাছে ১৮০-২০০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ঘরের মাঠে ১৩০, ১৪০, ১৫০ রান। সুতরাং আমাদের এই অভ্যাসটা কিন্তু খুবই কম, এটা বাস্তবতা।’

×