ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

দারুণ শুরুর পরও বেশিদূর যেতে পারেনি জ্যোতিরা

প্রকাশিত: ২১:৪৬, ১০ অক্টোবর ২০২৪; আপডেট: ২২:১৬, ১০ অক্টোবর ২০২৪

দারুণ শুরুর পরও বেশিদূর যেতে পারেনি জ্যোতিরা

জ্যোতি ছাড়া আর কেউ ভালো করতে পারেননি

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ নারী টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে দারুন শুরুর পরও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৩ এবং ১০ ওভারে ৫৮ রান করলেও ব্যাটিং ধস নামে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করতে পেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফা্‌ইনালে ওঠার সুযোগ বাঁচাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীরগতিতে ব্যাট চালালেও পরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির দারুন ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ।

ওপেনার দিলারা আক্কার ১৮ বলে ২ চারে ১৯ রানে বিদায় নেন। তারপর সোবহানা মোস্তারিও ২২ বলে ২ চারে ১৬ রানে আউট হন। তবে জ্যোতি দারুন ব্যাটিং করে প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০-তে ২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান।

অধিনায়ক জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে ধস নামে। একে একে বিদায় নেন তাজ নেহার ১, স্বর্ণা আক্তার ০ ও ফাহিমা খাতুন ২ রানে। রিতু মনিও ১৩ বলে ১০ রানে বিদায় নেন।

জ্যোতি একাই লড়ে শেষ পর্যন্ত ৪৪ বলে ৪ চারে ৩৯ রানে সাজঘরে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রানের মামুলী সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজর পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন ক্যারিশমা রামহ্যার‌্যাক। অ্যাফি ফ্লেচার নেন ২ উইকেট।

মামুন/রিয়াদ

×