বাঁ থকেে সাকবি আল হাসান, তামমি ইকবাল, মাশরাফি বনি র্মুতজা, মুশফকিুর রহমি ও মাহমুদুল্লাহ রয়িাদ
ভারত সফরে দিল্লিতে আজ দ্বিতীয় টি ২০ নাজমুল হোসনে শান্তর দল। হায়দরাবাদে সরিজিরে তৃতীয় ও শষে ম্যাচ শনবিার। বাংলাদশেরে র্জাসতিে সটেইি হতে যাচ্ছে মাহমুদুল্লাহ রয়িাদরে শষে ট২ি০। দল্লিতিে মঙ্গলবার সংবাদ সম্মলেনে ট২ি০ থকেে অবসররে ঘোষণা দয়িছেনে ৩৮ বছর বয়সী এ অলরাউন্ডার। এর মধ্য দয়িে শষে হচ্ছে ট২ি০তে বাংলাদশেরে ক্রকিটেে বহুল আলোচতি পঞ্চ পা-বরে অধ্যায়। লজিন্ডোরি অধনিায়ক মাশরাফি বনি র্মুতজা বদিায় নয়িছেনে কয়কে বছর হলো।
অনকে নাটকীয়তার মধ্যে তামমি ইকবালরে ওয়ানডে ও টস্টে ক্যারয়িার ঝুলে থাকলওে আনুষ্ঠানকিভাবইে ট২ি০ ছড়েছেনে তনি।ি মুশফকিুর রহমিকওে তক্তিতার মধ্য দয়িে ছোট্ট ফরম্যাটরে ক্রকিটেকে বদিায় জানাতে হয়ছেলি। বাকি ছলিনে সাকবি আল হাসান ও মাহমুদুল্লাহ। কানপুরে দ্বতিীয় টস্টে শুরু আগইে ট২ি০ ছাড়ার কথা জানান বড় তারকা সাকবি। বশ্বিকাপে আফগানস্তিানরে বপিক্ষে ম্যাচটাই তার শষে। এবার শষে পা-বরে চয়োরটওি শূন্য করে ট২ি০ ছাড়লনে মাহমুদুল্লাহ।
‘এই সরিজিরে শষে ম্যাচরে পরইে আমি ট২ি০ থকেে অবসর নবে। আসলে এটা আমি সফরে আসার আগইে ঠকি করে রখেছেলিাম। পরবিাররে সঙ্গে কথা বলছে।ি আমার কোচ, অধনিায়ক, নর্বিাচক এবং র্বোড সভাপতকিওে সদ্ধিান্ত জানয়িছে।ি আমি মনে কর,ি এটাই সঠকি সময় এই সংস্করণ থকেে সরে গয়িে সামনে ওয়ানডে যা আছ,ে সদেকিে মনোযোগ দওেয়ার। আমার জন্য এবং পররে বশ্বিকাপরে (ট২ি০) কথা যদি ভাব,ি দলরে জন্যও এটাই সঠকি সময়।’ বলনে মাহমুদুল্লাহ। ২০২১-এর জুলাইয়ে জম্বিাবুয়ে সফরে হারারে টস্টেরে পর টস্টেরে পর সাদা পোশাকে আর দখো যায়নি তাক।ে যদওি আনুষ্ঠানকিভাবে অবসররে ঘোষণা দনেন।ি তবে ওই টস্টে চলার সময় ড্রসেংি রুমে সর্তীথদরে তনিি জানান, টস্টেে আর খলেবনে না।
সর্তীথরাও পরে তাকে মাঠে ‘র্গাড অব অনার’ দনে। ২০০৭ সালে নাইরোবতিে কনেয়িার বপিক্ষে ম্যাচ দয়িে শুরু হয়ছেলি তার পথচলা। ১৭ বছর পর সব ঠকি থাকলে তার বদিায়ী ম্যাচটি রাজীব গান্ধী স্টডেয়িাম।ে বাংলাদশেরে হয়ে সবচয়েে বশেি ট২ি০ খলোর রর্কেড তারই। সবচয়েে বশেি ৪৩ ম্যাচে দশেকে নতেৃত্ব দয়িছেনে। দশেরে একমাত্র ফল্ডিার হসিবেে এই সংস্করণে নয়িছেনে ৫০ ক্যাচ। ১৪১ ম্যাচরে ১২৮ ইনংিস খলেে করছেনে ২৩৯৫ রান। ফফিটি ৮ট,ি স্ট্রাইক রটে ১১৭.৭৪। এই সংস্করণে বাংলাদশেরে হয়ে তার চয়েে বশেি রান করছেনে শুধু সাকবি আল হাসান (২৫৫১)। বল হাতে অফস্পনিে নয়িছেনে ৪০ উইকটে।
একদমই র্ফমে ছলিনে না। র্সবশষে ১০ ট২ি০তে ফফিটি নইে। গত ট২ি০ বশ্বিকাপে ৭ ইনংিস মলিয়িে রান করছেলিনে মাত্র ৯৫ রান। স্ট্রাইক রটে ছলি মাত্র ৯৪.০৫। শষে ম্যাচে আফগানস্তিানরে বপিক্ষে যখন সমীকরণ মেিলিয় জতিতে পারলে সমেফিাইনালে ওঠার হাতছানি ছলি, তখন তার ব্যাটংিয়রে ধরন প্রবল সমালোচতি হয়ছে।ে বশ্বিকাপরে পর এই ভারত সফররে প্রথম ম্যাচে আউট হন ১ রান।ে প্রায় ১২ বছর আগে ওয়স্টে ইন্ডজিরে বপিক্ষে ৬৪ রানরে ইনংিসটি তার ক্যারয়িাররে র্সবােচ্চ। সইে ইনংিস তনিি খলেছেলিনে তনি নম্বরে নমে।ে তবে ক্যারয়িাররে বশেরি ভাগ সময় পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করছেনে। মূলত ফনিশিাররে ভূমকিাতইে বশেি দখো গছেে তাক।
যদওি সইে ভূমকিা তনিি কতটা র্কাযকরভাবে পালন করতে পারছনে, এই প্রশ্ন উঠছেে নানা সময়ইে। ট২ি০তে ক্যারয়িাররে সরো মুর্হূতটি ছলি নঃিসন্দহেে ২০১৮ সালরে নদিাহাস ট্রফতি।ে শ্রীলঙ্কার বপিক্ষে কলম্বোয় ১৮ বলে ৪৩ রানরে অপরাজতি ইনংিসটি বাংলাদশেরে ট২ি০ ইতহিাসরেই সরো ইনংিসগুলোর একট।ি ‘নো বল’ নয়িে বর্তিকে বশে কছিুক্ষণ খলো বন্ধ থাকা ও মাঠে তুমুল উত্তজেনা ছড়ানোর পর দলকে স্মরণীয় এক জয় এনে দনে তনি।ি চার বলে যখন প্রয়োজন ১২ রান, তখন ইসুরু উদানাকে ইনসাইড আউট শটে মাহমুদুল্লাহর চার ও এক বল পর ফ্লকি করে অসাধারণ এক ছক্কা বাংলাদশে ক্রকিটেরে অন্যতম স্মরণীয় মুর্হূত।