ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পথ জানা নেই শান্তর!

প্রকাশিত: ১৪:২৭, ৭ অক্টোবর ২০২৪

পথ জানা নেই শান্তর!

সংবাদ মাধ্যমের মুখোমুখি অধিনায়ক

সবশেষ কয়েক বছরে বড়সড় পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। একটা সময় ১৫০ কিংবা ১৬০ রানে জেতা গেলেও এখন পার স্কোর গিয়ে দাঁড়িয়েছে কখনও ১৮০ আবার কখনও সেটা ১৯০ রান। এমনকি ম্যাচের পর ম্যাচে দেখা মিলছে দুইশ পেরনো পুঁজিও। অথচ সবশেষ ১০ বছরে টি-টোয়েন্টিতে বলার মতো উন্নতি করতে পারেনি বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়ে ভারতের কাছে হার ৭ উইকেটে।

টি-টোয়েন্টিতে নিয়মিত ১৪০-১৫০ রানের জন্য খেলায় কীভাবে ১৮০ রান করতে হয় সেটা জানেন না বাংলাদেশের ব্যাটাররা। এমন কথা অকপটে বলেছেন অধিনায়ক শান্ত,‘এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

 নাজমুল শান্ত অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সামর্থ্যের ঘাটতি দেখেন না। অধিনায়কের চাওয়া দক্ষতার উন্নতি। তবে সেটা কিভাবে তা জানা নেই শান্তর। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কীভাবে হবে?’

পরিসংখ্যানের বিচারে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম বিশ্বকাপ। তবে সেরা বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন ভরাতে পারেননি নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। উল্টো হতশ্রী ব্যাটিংয়ের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে ‘অদ্ভুত’ পরিকল্পনার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। সুপার এইটে ওঠা বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রথমবার সেমিফাইনাল খেলার।

অথচ ৬ ওভারে ৩ উইকেট হারানোর পর সেদিন সেরা চারে ওঠার জন্য খেলেইনি বাংলাদেশ। এমন মানসিকতা দেশের ক্রিকেটকে যে পিছিয়ে দিচ্ছে সেটা অন্তত বলার অপেক্ষা রাখে না। দর্শকদের সেই দুঃখ ঘুচানোর একটা বড় সুযোগ হতে পারতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিবাচক ক্রিকেটের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স খারাপের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অবশ্য নিজেদের এত খারাপ দল বলতে রাজী নন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘খারাপ হয়েছে যে সেটাও বলবো না। আমার মনে হয় যে, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’

দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি২০তে বড় হার। সিরিজ বাঁচাতে দিল্লীতে বুধবার দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

মিরাজ// টুম্পা

×