ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিপিএল নিয়ে ফারুক

‘আমি বলব না সব ঠিক হয়ে গেছে’

প্রকাশিত: ২০:৪৪, ৫ অক্টোবর ২০২৪

‘আমি বলব না সব ঠিক হয়ে গেছে’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আর মাত্র কদিন বাকি থাকলেও বিপিএলের সাত দল এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনও অংশগ্রহণ ফি জমা দিতে পারেনি। মূলত এ কারণেই বিপিএলের বেশ কিছু বিষয় ঝুলে আছে। আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিল বোর্ড।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইতিবাচক কোনো সংবাদ জানাতে পারেননি। তিনি নিশ্চিত করেছেন বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। বিপিএল ড্রাফটের আগে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশবাদী বিসিবি সভাপতি।‘এখনো আমি বলছি ৯৫ শতাংশের মতো ঠিক হয়েছে। গত দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এখনও ওটা পুরোপুরি খুব একটা বেশি বের হতে পারিনি। সেজন্য ওই চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না সব ঠিক হয়ে গেছে। এখনও কিছু পেমেন্ট বাকি রয়েছে। এটা আমরা কয়েকবার বাড়িয়েছি।’বলছিলেন তিনি। 

কবে নাগাদ এসব সমস্যা সমাধান হতে পারে এ নিয়ে ফারুক বলেন, ‘আমাদের যেহেতু ড্রাফট ১৪ তারিখ। এটা ওখানেই রেখেছি, ওইদিনই হবে। তার আগে আশা করি সব ঠিক হয়ে যাবে।’ আগামী ১৪ অক্টোবর রাজধানীর পাঁচ তারকা হোটেলে হওয়ার কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফট। কিন্তু এর নিয়ম কেমন হবে, এটা এখনো ঠিক করতে পারেনি বিসিবি। নতুন দলগুলোর চাওয়া, তিনটি সরাসরি সাইনিং করাতে চান তারা। এতে আপত্তি আছে পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের। ফারুক বলেন,‘যেসব খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি সাতটা টিমই থাকতো। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। সেক্ষেত্রে হয় কী যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ভারসাম্য আনার জন্য কিছুটা এডজাস্টমেন্ট দরকার হয়।’
 
এতদিন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবি বসে না, এমন অভিযোগ ছিল তাদের। ফারুক আহমেদের বোর্ড এ জায়গায় কিছুটা এগিয়েছে। তবে তাদের সামনে চ্যালেঞ্জ এখনও অনেক। দুটি ফ্র্যাঞ্চাইজি এখনও বিপিএলের গ্যারান্টির টাকা দেয়নি। তাদের সঙ্গেও এদিন আলাদা করে বসেছিলেন বিসিবি প্রধান।

বিপিএলের রিটেনশন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এই সভায়। প্রাথমিক আলোচনা অনুযায়ী বিপিএলের নতুন তিন ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের বাইরে তিনজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে। আর পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারকে সরাসরি দলে নেয়ার সঙ্গে দুইজন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। যদিও পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের আপত্তির কারণে বিষয়টি ঝুলে আছে। বিসিবি সভাপতিও এই ব্যাপারে তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি।

তিনি বলেছেন, 'আর যেসব ছোটোখাটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটি দলই থাকত। যেহেতু সাতটি দল নেই। চারটি দল আছে এবং তিনটি দল নতুন এসেছে। যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই পক্ষের সামঞ্জস্যের জন্য কিছু মানিয়ে নিতে হয়। সেখানে আমরা একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা লম্বা সময় ধরে মিটিং করেছি। এরা আমাদের পার্টনার। তারা খুব ভালো কাজ করছে। তারা আমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতে চায়।'

 

মিরাজ// রাজু

×