দুই দলের অধিনায়ক।
নারী টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একটু পরই মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০০৯ সালের প্রথম টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। তাই আগে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে বাংলাদেশ।
নারী টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ সালের পর্ এটাই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। সেই জয়ের পর উজ্জীবিত বাংলাদেশ এবার ইংল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী।
এর আগে, মাত্র ৩ বার টি২০ ফরম্যাটে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩টিই বিশ্বকাপে। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালের আসলে ইংলিশ মেয়েদের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
এবার ৬ বছর পর আবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড নারী দল। আবারও বিশ্বকাপ মঞ্চে। চলতি আসরে আজই প্রথম মাঠে নামছে হট ফেবারিট ইংল্যান্ড। আইসিসি র্যাঙ্কিংয়ে টি২০-তে এখন বিশ্বের ২ নম্বর দল ইংলিশ মেয়েরা। তাই বাংলাদেশের জন্য কঠিন হবে সাফল্য পা্ওয়া। শারজার কন্ডিশন বিবেচনায় ৪ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।
মামুন//এম হাসান