ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

ভারতে মুশফিকের পর মুমিনুল

মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি    

প্রকাশিত: ১৩:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪

মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি    

মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ভারতের মাটিতে সেঞ্চুরি করলেন মুমিনুল হক

ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক। ভারতের মাটিতে বাংলাদেশের পক্ষে এটি মাত্র দ্বিতীয় শতক। কানপুর টেস্টে আড়াই দিন বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আজ চতুর্থ দিন খেলা শুরু হয়। লাঞ্চ বিরতির আগে রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ করে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

আগের দিন (রবিবার) ৩৩তম জন্মদিন পালন করেছেন মুমিনুল হক। তবে মাঠে নামা হয়নি মাঠ অপ্রস্তুত থাকায়। পরিত্যক্ত হয় তৃতীয় দিনের খেলা। আজ তিনি শুরু করেন সাবলীলভাবে। ভারতীয় বোলারদের মোকাবেলা করেন স্বচ্ছন্দ্যে।

তাই লাঞ্চ বিরতি পর্যন্ত ৬ উইকেটে ২০৫ রান তুলেছে বাংলাদেশ। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে শুরু করে সফরকারীরা। মুমিনুল ৪০ রানে অপরাজিত ছিলেন। 

মুমিনুল ভালোভাবে খেলতে পারলেও মুশফিকুর রহিম ১১ রানে জাসপ্রিত বুমরাহর বলে সাজঘরে ফেরেন। এরপর মোহাম্মদ সিরাজের বলে রোহিত শর্মা অবিশ্বাস্য ক্যাচ নিলে লিটন কুমার দাস ১৩ এবং সিরাজের দুর্দান্ত ক্যাচে সাকিব আল হাসান ৯ রানে অশ্বিনের স্পিনে আউট হয়ে যান।

মুমিনুল থামেননি। দ্রুতই অর্ধশতক তুলে নেন। এরপরে সেঞ্চুরিও পূর্ণ করেন। আগের দিন ৩৩ বছরে পা দিয়ে আজ জন্মদিনের দারুন উপহার পেলেন।

ক্যারিয়ারের ১৩টি সেঞ্চুরির মধ্যে দেশেই করেছেন ১১টি। দুটি মাত্র দেশের বাইরে। এর আগে শ্রীলঙ্কার মাটিতে ২০২১ সালে পাল্লেকেলেতে ১২৭ রান করেছিলেন।

কানপুর টেস্টে এখন পর্যন্ত ১৭৬ বলে ১৬ চার, ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত আছেন মুমিনুল। তার সঙ্গে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ ৬ রানে। 

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশী  হিসেবে মুশফিকুর রহিম ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে সেঞ্চুরি করেন। ১২৭ করেছিলেন তিনি। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুমিনুল। 

সবমিলিয়ে ভারতের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের ৭ম সেঞ্চুরি। মুশফিক একাই দুটি করতে পেরেছেন।

মামুন/শহিদ

×