ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

বৃষ্টির হানায় প্রথম দিন সমানে-সমান

মো. মামুন রশীদ

প্রকাশিত: ২৩:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টির হানায় প্রথম দিন সমানে-সমান

.

চেন্নাই টেস্টে টস হতেই একটি রেকর্ড গড়েন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪২ বছর পর টস জিতে কোনো অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কানপুর টেস্টের টস জিতে ফিল্ডিং নিয়ে রোহিত শর্মা ভেঙে দিয়েছেন গ্রিন পার্ক স্টেডিয়ামের ৬০ বছরের রেকর্ড। এখানে সর্বশেষবার ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অধিনায়ক মনসুর আলী খান পাতৌদি টস জিতে ফিল্ডিং নেন। শুক্রবার বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার পর রোহিত এই রেকর্ড গড়েছেন বৃষ্টিতে আধাঘণ্টা পর টস হতেই। তবে দুই দলের ময়দানি লড়াইয়ে লাঞ্চ বিরতির সময় আবার বৃষ্টি নেমেছে। পরে খেলা শুরু হলেও বৃষ্টিতে বন্ধ হয়েছে। ৩ উইকেটে ১০৭ রান করতে পেরেছে বাংলাদেশ। সেদিক থেকে বেশ উন্নতির ছাপই দেখা গেছে সফরকারীদের ব্যাটিংয়ে। লড়াইটা আর হয়নি, দ্বিতীয় টেস্টের প্রথম দিন জিতেছে বৃষ্টিই। কারণ ৩৫ ওভার খেলা হয়েছে মাত্র। টপঅর্ডারের ৩ উইকেট তুলে নিয়েছে ভারত। তাই ব্যাট-বলের যতটুকু যুদ্ধ হয়েছে তা সমানে-সমান।
কানপুরের গ্রিন পার্ক সবসময়ই পরিচিত স্পিন রাজত্ব হিসেবে। তবে সেই স্পিন আক্রমণ কার্যকর হতে কিছু সময়ের প্রয়োজন পড়ে। বলটি পুরনো হওয়ার আগ পর্যন্ত পেসারদের ওপরই নির্ভর করতে হয়। সে কারণেই ভারতীয় অধিনায়ক রোহিত টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন। কারণ বৃষ্টির কারণে আর্দ্র পরিবেশ, আউটফিল্ড ও উইকেটের সুবিধা যাতে পেসাররা নিতে পারে। ভেজা মাঠ খেলার উপযুক্ত করতে আধাঘণ্টা বিলম্ব হয়েছে। ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।

তাই ৩ পেসার দিয়ে শুরুতেই বাংলাদেশ দলকে কিছুটা বিপদে ফেলার চিন্তা করেছেন তিনি। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে। ব্যাটিংয়ে শুরুটা বেশ ভালোভাবেই করে বাংলাদেশ দল। সাদমান ইসলাম ও জাকির হাসান ২৬ রান তুলে ফেলেন। যদিও জাকির কোনো রান না করেই আকাশ দীপের পেসে গালিতে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন। ২৪ বল খেলেও রান করতে পারেননি তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ওপেনার এত বল খেলে শূন্যতে সাজঘরে ফেরেননি। লজ্জার সেই রেকর্ড নিয়ে জাকির ফেরার পর ওয়ানডাউনে মুমিনুল হক আসেন অধিনায়ক শান্তর পরিবর্তে। 
প্রথম থেকেই স্বাচ্ছন্দ্যে ব্যাট করা সাদমান কিছুক্ষণ পরই এলবিডব্লিউ হন আকাশের বলে। যদিও বাঁহাতি সাদমানের পায়ে লাগা বলটি লেগস্টাম্পের দিকে যাচ্ছিল, বলটিও অফস্টাম্পের বাইরে পিচ করায় আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে আউট হওয়ার পর কানপুরে বিস্ময় ছড়িয়ে পড়ে। তবে এরপর মুমিনুল ও শান্ত তৃতীয় উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন। ভারতীয় পেসাররা খুব বেশি সমস্যা তৈরি করতে পারেননি। তাই অষ্টম ওভারেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আক্রমণে আসেন। তবে মুমিনুল-শান্ত ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে। ততক্ষণে ৪৫ রানের জুটি হয়ে গেছে দুজনের মধ্যে। বিরতি শুরু হতেই বৃষ্টি নামে। বিরতি শেষ হয়ে যাওয়ারও অনেক পর খেলা শুরু হয়।

এরপর শান্তও এলবিডব্লিউ হন অশ্বিনের স্পিনে। তিনি ৫৭ বলে ৬ চারে করেন ৩১ রান। ৫১ রানের জুটি ভেঙে যায়। মুশফিকুর রহিম যোগ দেন মুমিনুলের সঙ্গে। তবে ৯ ওভার হতেই আবারও প্রাকৃতিক বৈরিতায় বন্ধ হয়ে যায় খেলা। ততক্ষণে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল ৮১ বলে ৭ চারে ৪০ রানে অপরাজিত থাকেন। মুশফিক ক্রিজে আছেন ৬ রানে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। আকাশ দীপ ২টি, অশ্বিন একটি উইকেট নিয়েছেন। তাই ব্যাট-বলের লড়াইয়ে দুই দল একেবারে সমানে-সমান অবস্থানে আছে। তবে কানপুরে প্রথম দিন জিতেছে বৃষ্টি। আজও মেঘলা পরিবেশ এবং বিকেলের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ এই টেস্টে বেশ ভালোভাবেই ভূমিকা রাখবে প্রকৃতি।

×