ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

ভারতের গনমাধ্যম জুড়ে সাকিবের অবসর

প্রকাশিত: ২২:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ভারতের গনমাধ্যম জুড়ে সাকিবের অবসর

সাকিব আল হাসান

‘দ্য গ্লোসলি মিস আন্ডাস্ট্যুড মাভেরিক্স’—সাকিব আল হাসানের অবসর খবরে এমনই শিরোনাম দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’। সাকিবের ক্যারিয়ারকে তারা অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার সঙ্গে তুলনা করছে।

গত বছরই শেষের আগাম ইঙ্গিত দিয়েছিলেন, তবু কেন এত আলোচনা? প্রথমত, তিনি বাংলাদেশের ক্রিকেটের চলমান কিংবদন্তী। দ্বিতীয়ত, টাইমিং। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিনই তার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার মুল কারণ এটিই। ঘরের মাঠে আসন্ন দক্ষিন আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে গর্বের সাদা পোশাক তুলে রাখার অভিপ্রায় ব্যক্ত করেছেন। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ‘হত্য মামলার’ আসামি সাকিবের দেশে ফেরাটাই তো অনিশ্চিত! সর্বশেষ বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদও বলেছেন,‘বিসিবি নয়, তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের।’ ফলে গ্রিন পার্কে এটিই হতে পারে তার জীবনের শেষ টেস্ট। কিংবদন্তী ইমেজ এবং এই বিশেষ পরিস্থিতি দুটি বিষয়ই বিশ্ব মিডিয়ায় ব্যাপক ভাবে আলোচনায় উঠে এসেছে, বিশেষ করে ভারতীয় গনমাধ্যমে।

ভারতের উত্তর প্রদেশের আঞ্চলিক পত্রিকা আজ শিরোনাম করেছে,‘সাকিব মে টেস্ট ম্যাচ সে লিয়ে সন্ন্যাস কী ঘোষণা’পত্রিকাটা খেলার পাতায় সাকিবের ছবিসহ বটম লিড করেছে। দেশটির জাতীয় দৈনিক জাগরণ ছাপিয়েছে সাহসী শিরোনাম দিয়ে। হিন্দি ভাষায় দৈনিকটি‘জানিয়েছে, বাংলাদেশকে সাব-সে বড়া ক্রিকেটার সাকিব আল হাসানকো ঘর লটনে লাগ রাহা-হে ডার’ অর্থাত ‘দেশে ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার’সাকিব দেশে ফেরার জন্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন, সে জন্য জাগরণ এমন হেডলাইন বেছে নিয়েছে।

‘সাকিব আল হাসানমে কিয়া রিটায়ারমেন্ট কি এলান, কানপুর টেস্ট হো স্যাক্তা হায় আখেরি রেডবলগেইম’- এমন শিরোনাম দিয়েছে উত্তরপ্রদেশসহ কয়েকটি রাজ্যে প্রকাশ হওয়া আঞ্চলিক পত্রিকা হিন্দুস্থান। ‘সাকিব আল হাসাননে কিয়া টি-টোয়েন্টি কা সন্ন্যাস লা এলান, ভারতকে খিলাফ দোসরা ম্যাচ হো স্যাক্তা হ্যায় আখেরি টেস্ট’- অমর উজালা নামে কয়েকটি রাজ্যে প্রকাশিত হওয়া পত্রিকা ছবিসহ এমন শিরোনাম দিয়েছে। অর্থাত‘সাকিব টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছে, কানপুরেই হতে পারে শেষ টেস্ট ম্যাচ।’

বহুল প্রচারিত ও জনপ্রিয় সর্বভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া খেলার পাতায় ছবিসহ শিরোনাম দিয়েছে, ‘সাকিব রিটায়ার্স ফ্রম টি-টোয়েন্টিআইস।’ অর্থাত সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে।  জাতীয় দৈনিক ভাষ্কর শিরোনাম দিয়েছে, ‘সাকিব আল হাসাননে রিটায়ারমেন্ট কা অ্যানাউন্স কিয়া কাহা বাংলাদেশ নেহি লট সাকা তু, কানপুর টেস্ট আখেরি হোগা।’ অর্থাত ‘সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছে, সে বলেছে বাংলাদেশে যেতে না পারলে কানপুর শেষ ম্যাচ হবে।

’ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে সাকিবের অবসরের ঘটনা। তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে ফেরার নিশ্চয়তা না দিলে কানপুর হবে সাকিবের শেষ টেস্ট।’ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক্স বেশ গুরত্ব দিয়ে ছাপিয়ছে,‘অবসর নিয়ে বোমা ফাটিয়েছেন সাকিব।’দ্য হিন্দু জানিয়েছে, ‘সাকিব টি২০ থেকে অবসর নিয়েছে, কানপুর হতে পারে তার শেষ টেস্ট।’জাতীয় থেকে আঞ্চলিক পত্রিকা, ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি ভাষায় সাকিবের অবসরের ঘটনা বেশ গুরুত্ব পেয়েছে। সবগুলোতেই সাকিবের সংবাদ সম্মেলনের ছবিসহ সংবাদ হয়েছে।

মিরাজ/এবি

×