ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

স্পিন স্বর্গ কানপুরে শান্ত-সাকিবরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪

স্পিন স্বর্গ কানপুরে শান্ত-সাকিবরা

নাজমুল হোসেন শান্ত

চেন্নাইয়ের লাল মাটির পিচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ও ভারতÑ দুই দলের পেসাররা ভালো করলেও শেষ ইনিংসে আধিপত্য ছিল ভারতীয় স্পিনারদের। যেখানে ভারতের পেসাররা নিয়েছেন ৯ উইকেট, বাংলাদেশের পেসাররা ১১ উইকেট। কিন্তু স্পিনে ভারতীয়দের শিকার যেখানে ১১ উইকেট, সেখানে স্পিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।

চেন্নাই টেস্টে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কানপুর টেস্ট। এখনকার উইকেটও কি হতাশ করবে বাংলাদেশের স্পিনারদের? শুক্রবার শুরু হতে যাওয়া কানপুর টেস্ট কালো মাটির পিচেই হতে যাচ্ছে। সে ক্ষেত্রে পেসারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে পৌঁছে গেছে ভারত ও বাংলাদেশ দল। মাঠের লড়াইয়ের আগে মাত্র দুদিনের প্রস্তুতির সুযোগ।
গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের চেয়ে অধিকতর ফ্ল্যাট হবে এবং সময় যত গড়াকে বাউন্সও তত কমে আসবে। মন্থর পিচে সময় যত গড়াবে তত বেশি টার্নও স্পিনাররা পাবেন বলে ধারণা করা হচ্ছে। কানপুরের উইকেট বেশি ফ্ল্যাট হওয়ায় দুই দলের কৌশলেও পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে।

সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়তো তিনি খেলতে পারেন। তবে গতি তারকা নাহিদ রানাকে বসিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশে যুক্ত করতে পারেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। অন্যদিকে চেন্নাই টেস্টে না খেলা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের একজনকে ভারত বেছে নিতে পারে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে। যদি বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে ভারত, সে ক্ষেত্রে বিশ্রামে পেতে পারেন জসপ্রিত বুমরাহ। ২০২১ সালের নভেম্বর মাসে শেষবার ভারত কানপুরে টেস্ট খেলেছে।

সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। অক্ষরকে দলে নেওয়ার অর্থ হচ্ছে তাঁর ব্যাটিংয়ের সুবিধা পাওয়া। ভারত যদি আক্রমণাত্মক মেজাজে নামতে চায় সেক্ষেত্রে এগিয়ে থাকবেন কুলদীপ।

×