ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

রেকর্ডের পাতায় টাইগারদের জয়

জিএম মোস্তফা

প্রকাশিত: ০০:৩৬, ২৬ আগস্ট ২০২৪

রেকর্ডের পাতায় টাইগারদের জয়

ঐতিহাসিক জয়ের পর ড্রেসিংরুমে টাইগারদের বাঁধভাঙা আনন্দ

অবশেষে বহুল আকাক্সিক্ষত এক ঐতিহাসিক টেস্ট জয়। দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে ১০ উইকেটের বিশাল জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ল নাজমুল হাসান শান্তর দল। এটাও টাইগারদের এক নতুন রেকর্ড। এই প্রথম বাবর-রিজওয়ানদের নিজেদের মাটিতে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের লজ্জা দিল বাংলাদেশ।   
২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে লড়াই শুরু করেছিল বাংলাদেশ। ১৪তম ম্যাচে এসে মিলল প্রথম জয়ের দেখা। আগের ১৩ ম্যাচের ১২টিতেই পরাজিত বাংলাদেশ বাকি ম্যাচে করেছিল ড্র। বিদেশের মাটিতে এটা টাইগারদের সপ্তম জয়ের রেকর্ড। যে যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সে বছরেই সেন্ট জর্জেসে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়েছিল টাইগারবাহিনী।

এরপর হারাতে জিম্বাবুয়েকে ২০১৩ এবং ২০২১ সালে দুইবার হারায় বাংলাদেশ। মাঝে ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সবশেষে দুই বছর আগে মাউন্টমঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল সাকিব-মুশফিকরা। রবিবার রাওয়ালপিন্ডিতে সপ্তম অ্যাওয়ে টেস্ট জয়ের উচ্ছ্বাসে ভাসল টাইগারবাহিনী।
সবমিলিয়ে এটা বাংলাদেশের বিশতম টেস্ট জয়। গত বছরের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছিল ১৯তম জয়। এবার পাকিস্তানকে হারিয়ে ১৪৩তম ম্যাচ থেকে কুড়ি জয়ের রেকর্ড গড়ল লাল-সবুজের দল। এর ফলে এটা বাংলাদেশের নবম টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে জয়। বাকি কেবল দুটি। ভারত আর দক্ষিণ আফ্রিকা। আগামী মাসেই অবশ্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাবে লিটন-শান্তরা। পাকিস্তানকে হারানোর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দারুণ উন্নতি ঘটেছে টাইগারদের।

পাঁচ ম্যাচের দুটিতে জয়ের সৌজন্যে ২৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। পাকিস্তান নেমে গেছে আটে। ৯ ম্যাচ থেকে ছয় জয় দুই হারে ৭৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভারত।
পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ব্যাটার আর বোলারদের ছিল সম্মিলত প্রচেষ্টা।

মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, সাকিব আল হাসানের ব্যাট আর বল হাতে জ্বলে ওঠার ফসলই হলো দুই দশকেরও বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক এই টেস্ট জয়। এমন জয়ের পর তাই আনন্দ-উল্লাসে ভাসছে দেশের ক্রিকেটপ্রেমীরা। আগামী ৩০ আগস্ট একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

×