ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

কিংস-আবাহনী-মোহামেডানের দলবদল যেমন হলো

প্রকাশিত: ২১:২৭, ২৩ আগস্ট ২০২৪; আপডেট: ১৬:৫৩, ২৪ আগস্ট ২০২৪

কিংস-আবাহনী-মোহামেডানের দলবদল যেমন হলো

বিদেশিহীন আবাহনী, আগের শক্তিতেই মোহামেডান এবং সবচেয়ে শক্তিশালী কিংস এবারের দলবদলে

আর কদিন পরই শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে দলবদলের সময়সীমা। এবারের লিগে নানা কারণে অংশ নেবে না শেখ জামাল ধানমণ্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আশঙ্কা ছিল চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে নিয়েও। তবে শেষ মুহূর্তে তারা দলবদল সম্পন্ন করেছে। 

ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সবচেয়ে আলোচিত তিন দল বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ঢাকা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কেমন দলবদল করেছে, তা নিয়ে। এবার বিদেশীদের বাদ দিয়ে শুধু স্থানীয়দের নিয়েই দল গড়েছে আবাহনী। যা তুমুলভাবে আলোড়ন সৃষ্টি করেছে। মোট ৩২ খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে আবাহনী। এদের মধ্যে ২১ জনের নিবন্ধন তারা আগেই করিয়েছিল। শেষ দিনে এসে মোহাম্মদ ইব্রাহিম, মিরাজ প্রধান, সুমন রেজা, আসাদুল মোল্লা, আমিনুর রহমান সজীবসহ ১১ জনের নিবন্ধন সেরেছে তারা।

সুলেমানে দিয়াবাতে, মুজাফফরভ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনিদেরকে ধরে রেখেছে গত মৌসুমে লিগে রানার্সআপ হওয়া মোহামেডান। চলে যাওয়া শাহরিয়ার ইমন, হাসান মুরাদদের জায়গায় তারা নিয়েছে রিয়াদুল ইসলাম রাফি, রহিম উদ্দিনদের।

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলে টেনেছে ডিআর কঙ্গো বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার জারেড খাসাকে। ২৬ বছর বয়সী খাসা ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ তিনি খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। তাছাড়া তারা দলে টেনেছে শেখ জামালের তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। 

এদিকে, প্রিমিয়ার লিগে খেলা ছেড়ে দিয়েছেন নাসির উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম রাঙ্গুনিয়ার ছেলে নিজ দল চট্টগ্রাম আবাহনীর হয়েই গত মৌসুমে খেলেছেন। ২০০৯ সালে মোহামেডানে শুরু, ২০২৪ সালে চট্টগ্রাম আবাহনীতে শেষ। দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে অবশেষে থামলেন ৪৪ বছরের নাসির। 

রুমেল খান/এম হাসান

×