ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

ইসলামাবাদে বিজয়দের পরীক্ষা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০০, ১৩ আগস্ট ২০২৪

ইসলামাবাদে বিজয়দের পরীক্ষা শুরু আজ

বাংলাদেশ এ দলের অধিনায়ক এনামুল হক বিজয় (ডানে) ও পাকিস্তান এ দলের অধিনায়ক সাউদ শাকিল 

বাংলাদেশের ক্রিকেটারদের বড় একটা অংশ এখন পাকিস্তানে! এনামুল হক বিজয়ের নেতৃত্বে চার দিনের দুটি আন-অফিসিয়াল টেস্ট খেলতে ‘এ’ দল আগেই সেখানে পৌঁছেছে। এদিকে দুটি টেস্ট খেলতে সোমবার পাকিস্তান গেছে জাতীয় দল। ইসলামবাদে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক সাউদ শাকিল।

বাংলাদেশ ‘এ’ দলে যেমন দুই সাবেক অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিমসহ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার আছেন। একই চিত্র পাকিস্তান ‘এ’ দলেরওÑ আছেন নাসিম শাহ, সরফরাজ আহমেদ, সাইম আইয়ুবের মতো ক্রিকেটার। সিরিজের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক বিজয় বলেছেন, ‘আসলে ক্রিকেট তো আমাদের আবেগের জায়গা আছে। সবাই আনন্দ পায় এটা দেখে। এরকম একটা ট্যুর, এটার পর আবার আমাদের টেস্ট বাংলাদেশ দলের।

যেখানে অনেকগুলো প্লেয়ার আছে আমাদের ‘এ’ দলের হয়ে। তাদের প্রস্তুতির জন্য। আশা করি এই প্রস্তুতিটা দারুণভাবে কাজে লাগবে। অনেক অভিজ্ঞতা হবে প্রথম চার দিনের ম্যাচটা, দ্বিতীয় চার দিনের ম্যাচটা খেলার পরে যেটা জাতীয় দলের জন্য একটি ভালো ব্যাপার হতে পারে।

কারণ আমরা জানি পাকিস্তান ব্যাটিং ভালো করে। দুই দলেরই একটা ভালো সুযোগ থাকে সবসময়।’ ‘এ’ দল, এইচপি, জাতীয় দলের এমন সফর, সিরিজ খেলার ব্যাপারে বেশ ইতিবাচক বিজয়, ‘অবশ্যই যখন আমাদের সামনে ক্যালেন্ডারটা থাকে যে এটার পর এইটা খেলা, তখন আমাদের প্ল্যান করতেও সুবিধা হয়।’

×